ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ড্রাগ কলঙ্কে বিশ্বকাপ দল থেকেই বাদ হেলস

প্রকাশিত: ১২:২২, ৩০ এপ্রিল ২০১৯

ড্রাগ কলঙ্কে বিশ্বকাপ দল থেকেই বাদ হেলস

স্পোর্টস রিপোর্টার ॥ ‘দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভাল’- নীতিতে হাঁটল ইংল্যান্ড এ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। দ্বিতীয় দফায় ডোপ টেস্টে পজিটিভ হওয়ার পর ২১ দিনের জন্য নিষিদ্ধ হয়েছিলেন এ্যালেক্স হেলস। তাতে বিশ্বকাপের আগে ফিরে আসার সুযোগ ছিল। কিন্তু একের পর এক কলঙ্কে নিমজ্জিত ব্যাটসম্যানকে স্কোয়াড থেকেই ছেঁটে ফেলল ইসিবি। যার অর্থ ৩০ মে ঘরের মাটিতে শুরু হতে যাওয়া বিশ্বশ্রেষ্ঠত্বের লড়াই দেখা যাবে না তুখোড় এই উইলোবাজকে। সোমবার ইসিবি এক বিবৃতিতে জানায়, হেলসকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক এ্যাশলে জাইলস ও নির্বাচকদের প্রধান এড স্মিথ। দলের বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করেই কঠিন এই সিদ্ধান্ত, ‘দলের মধ্যে সঠিক পরিবেশ সৃষ্টি করার বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে। অপ্রয়োজনীয় কোন বিষয়ে মনোযোগে ব্যাঘাত না আনার জন্য এবং এত গুরুত্বপূর্ণ সময়ে দলকে সাফল্য পাওয়ার পরিবেশ এনে দেয়া নিশ্চিত করা হয়েছে।’
×