ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

অর্ধযুগ পর প্লে অফে দিল্লী

প্রকাশিত: ১২:২১, ৩০ এপ্রিল ২০১৯

অর্ধযুগ পর প্লে অফে দিল্লী

স্পোর্টস রিপোর্টার ॥ ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) ছয় বছরে অনেক কিছুই বদলে গেছে। বদলেছে ক্রিকেটারদের মুখ, পরিবর্তন এসেছে কোচিং স্টাফে। পাল্টে গেছে দলে নামও। দিল্লী ডেয়ারডেভিলস এবার দিল্লী ক্যাপিটালস। তারকার ছড়াছড়ি নেই। কেই বা হিসেবে ধরেছিল? অথচ ছয় বছর পর আপিএলের প্লে অফে দিল্লী। সেটিও আবার শ্রেয়াস আইয়ারের নেতৃত্বে! টি২০ আসলে এমনই। ঘরের মাঠ ফিরোজ শাহ কোটলায় পরশু বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ১৬ রানে হারিয়ে অর্ধযুগ পর প্লে অফের টিকেট নিশ্চিত করে আইয়ারের দল। ১২ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে দিল্লী। সমান পয়েন্টে দ্বিতীয় স্থানে থাকা মহেন্দ্র সিং ধোনির চেন্নাইরও প্লে অফ অনেকটাই নিশ্চিত। সোমবারের খেলার আগ পর্যন্ত যথাক্রমে ৭ ও ৫টি করে জয়ে রেসে থাকা অপর দুই দল মুম্বাই ইন্ডিয়ান্স (১৪) ও সানরাইজার্স হায়দারবাদ (১০)। ‘প্রত্যেকটি ম্যাচে আমরা চেষ্টা করেছি শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে। আজ অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে।’ প্লে অফ নিশ্চিতের পর বলেন দিল্লী অধিনায়ক আইয়ার। নিজেদের শেষ তিন ম্যাচে টানা জয় নিয়ে কোটলায় খেলতে নামা বেঙ্গালুরুকে নিয়ে কৌতূহল ছিল সবারই।
×