ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কিরগিজদের হারিয়ে লাওস ফাইনালে

প্রকাশিত: ১২:২১, ৩০ এপ্রিল ২০১৯

কিরগিজদের হারিয়ে লাওস ফাইনালে

স্পোর্টস রিপোর্টার ॥ ‘বঙ্গমাতা অনুর্ধ ১৯ আন্তর্জাতিক নারী ফুটবল’ টুর্নামেন্টের প্রথম ফাইনালিস্ট হিসেবে নাম লিখিয়েছে টুর্নামেন্টের অন্যতম ফেবারিট দল লাওস। সোমবার ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে কিরগিজস্তানকে ৭-১ গোলে হারিয়ে ফাইনালে নাম লেখায় তারা। এটিই এখন পর্যন্ত টুর্নামেন্টের সব থেকে বড় ব্যবধানে জয়। লাওসের হয়ে গোল করেন ৯, ২১, ৮৬ ও ৮৮ মিনিটে (পেনাল্টি থেকে) মিডফিল্ডার পিই, ৩১ মিনিটে ডিফেন্ডার আসকারোভা আইতোরগান, ৫৭ মিনিটে বদলি ফরোয়ার্ড ভেদি ইনথিয়া, ৭৪ মিনিটে বদলি মিডফিল্ডার মন্টিপ সিসাকেথ এবং ৯০ মিনিটে ডিফেন্ডার লানয়। পিই এ নিয়ে টুর্নামেন্টে সবচেয়ে বেশি ৮ গোল করে বাকিদের চেয়ে যোজন ব্যবধানে এগিয়ে গেলেন। তিনিই যে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় হতে যাচ্ছেন, এ নিয়ে কোন সন্দেহের অবকাশ নেই। আগামী ৪ মে হবে টুর্নামেন্টের ফাইনাল।
×