ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইংলিশ প্রিমিয়ার লীগ

শিরোপার কাছাকাছি ম্যানসিটি

প্রকাশিত: ১২:২০, ৩০ এপ্রিল ২০১৯

শিরোপার কাছাকাছি ম্যানসিটি

জাহিদুল আলম জয় ॥ ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে শিরোপা ধরে রাখার দৌড়ে মাত্র দুই কদম দূরে আছে ম্যানচেস্টার সিটি। রবিবার রাতে এ্যাওয়ে ম্যাচে স্বাগতিক বার্নলিকে ১-০ গোলে হারিয়েছে সিটিজেনরা। লীগে তাদের বাকি দুই ম্যাচে জিতলেই টানা দুই মৌসুম ট্রফি জয়ের উল্লাসে ভাসবে পেপ গার্ডিওলার দল। পরশু রাতের আরেক হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। বর্তমানে ৩৬ ম্যাচ শেষে শীর্ষে থাকা ম্যানসিটির পয়েন্ট ৯২। সমান ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। ৭০ পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার আছে তৃতীয় স্থানে। লিচেস্টার সিটির মাঠে ৩-০ গোলে হারলেও আর্সেনালের চ্যাম্পিয়ন্স লীগে খেলার আশা টিকে আছে। লীগে টানা তিন হারের স্বাদ পাওয়া উনাই এমেরির দল ৩৬ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে। ৬৫ পয়েন্ট নিয়ে ছয়ে আছে ম্যানইউ। বার্নলিকে হারানোর ম্যাচে ম্যানসিটির জয়ের নায়ক সার্জিও এ্যাগুয়েরো। দলের পক্ষে জয়সূচক গোল করে অবিস্মরণীয় এক রেকর্ড গড়েছেন এই আর্জেন্টাইন তারকা। প্রিমিয়ার লীগের ইতিহাসে দ্বিতীয় খেলোয়াড় হিসেবে টানা পাঁচ মৌসুমে ২০ বা তার বেশি গোল করার রেকর্ড করেছেন তিনি। লীগে নিজেদের বাকি দুটি ম্যাচ জিতলেই শিরোপা জয় নিশ্চিত হবে সিটির। প্রতিপক্ষের মাঠে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধে কোন দলই গোল পায়নি। অবশ্য ম্যাচের শুরুর দিকে নিজেদের গুছিয়ে নিতেই সময় ব্যয় করেন সিটির খেলোয়াড়রা। প্রতিপক্ষের রক্ষণভাগে পরিকল্পিত কোন আক্রমণই গড়তে পারেনি দলটি। লীগের শীর্ষ দলটি বার্নলির গোলপোস্ট লক্ষ্য করে প্রথম শট নেয় ম্যাচের ২৮ মিনিটে। এরপর প্রথমার্ধে বলার মতো আক্রমণ বলতে এ্যাগুয়েরোর একটি দূরপাল্লার শট। তবে গোলপোস্ট ঘেঁষে বেরিয়ে গেলে সে যাত্রা ব্যর্থ হয় সিটির প্রচেষ্টা। তবে প্রথমার্ধে অগোছালো ফুটবল খেলা দলটিই দ্বিতীয়ার্ধে পুরো বদলে যায়। এই অর্ধের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের পসরা সাজায় দলটি। কিন্তু গোল করতে পারে মাত্র একটি। ম্যাচের ৬৩ মিনিটে তুখোড় ফর্মে থাকা পর্তুগীজ ফরোয়ার্ড বার্নাডো সিলভার পাস থেকে বল পেয়ে গোলমুখে দুর্দান্ত শট নেন এ্যাগুয়েরো। বার্নলির এক খেলোয়াড় ফেরানোর চেষ্টা করলেও গোললাইন পেরিয়ে যায় বল। এ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে গার্ডিওলার দল। এদিকে আরেক ম্যাচে জুয়ান মাতার গোলে শুরুতে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু গোলরক্ষক ডেভিড ডি গিয়ার ভুলে ঘুরে দাঁড়াল চেলসি। শেষ পর্যন্ত ওল্ডট্রফোর্ডে পয়েন্ট ভাগাভাগি করে দুই দল। আর তাতে চ্যাম্পিয়ন্স লীগে জায়গা করে নেয়ার লড়াইয়ে খানিকটা এগিয়ে গেছে চেলসি, আর বেকায়দায় ম্যানইউ। ম্যাচের ১১ মিনিটে সংঘবদ্ধ আক্রমণ থেকে এগিয়ে যায় ইউনাইটেড। রোমেলু লুকাকুর পাস নিয়ন্ত্রণে নিয়ে লুক শ বাইলাইন থেকে কাটব্যাক করার পর নিখুঁত শটে সাবেক ক্লাবের জাল খুঁজে নেন জুয়ান মাতা। ২৭ মিনিটে সতীর্থের পাস অফসাইডের ফাঁদ ভেঙে নিয়ন্ত্রণে নিলেও তালগোল পাকিয়ে শট নিতে পারেননি ইউনাইটেডের মার্কাস রাশফোর্ড। চেলসি শিবিরে সমতার স্বস্তি ফেরে ৪৩ মিনিটে। এ্যান্টোনিও রুডিগারের দূরপাল্লার শট ডি গিয়া ফেরালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বল তার গ্লাভস গলে বেরিয়ে যাওয়ার পর দ্রুত দৌড়ে গিয়ে আলোনসোর নেয়া শট দূরের পোস্টের ভেতরের কানায় লেগে জালে প্রবেশ করে। বিরতির পর ম্যাচের শেষদিকে অবশ্য দলকে হারের হাত থেকে রক্ষা করেন ম্যানইউ গোলরক্ষক ডি গিয়া। গঞ্জালো হিগুয়াইনের প্রচেষ্টা গোললাইন থেকে ফিরিয়ে দলকে রক্ষা করেন তিনি।
×