ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সহ-সভাপতি রশিদ, সম্পাদক সাঈদ

প্রকাশিত: ১২:২০, ৩০ এপ্রিল ২০১৯

সহ-সভাপতি রশিদ, সম্পাদক সাঈদ

স্পোর্টস রিপোর্টার ॥ বহুল আলোচিত বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন একেএম মমিনুল হক সাঈদ। সোমবার ঢাকার ধানম-ির সুলতানা মহিলা ক্রীড়া কমপ্লেক্সে অনুষ্ঠিত নির্বাচনে সাঈদ ১১ ভোটের ব্যবধানে হারিয়েছেন সাবেক হকি খেলোয়াড় আব্দুস সাদেককে। ৮৪ কাউন্সিলরের মধ্যে ভোট দেন ৮৪ জনই। তবে একটি ভোট নষ্ট হয়। সাধারণ সম্পাদক পদে বিজয়ী সাঈদ পান ৪৭ ভোট। দ্বিতীয় হওয়া আবদুস সাদেক পেয়েছেন ৩৬ ভোট। ফলে ১১ ভোটের ব্যবধানে জয়ী হন সাঈদ। ২০০৫ সালের পর ভোটাভুটির মাধ্যমে বাহফে পেল নতুন সাধারণ সম্পাদক। বাঁচাও হকি পরিষদে প্যানেলের নাম ছিল রশিদ-সাঈদ। অন্য প্যানেল ছিল সাজেদ-সাদেক। দুই প্যানেলেই বাকি পদগুলো ভাগাভাগি করে নিয়েছে। সহ-সভাপতির পাঁচ পদের বিপরীতে চারটিতে জিতেছে সাজেদ-সাদেক প্যানেল। এই প্যানেলে বিজয়ীরা হলেন সাজেদ এ আদেল, ড. মাহফুজুর রহমান, জাকি আহম্মেদ এবং ইউসুফ আলী। রশিদ-সাঈদ প্যানেল থেকে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুর রশিদ শিকদার। যুগ্ম সম্পাদকের দুটি পদও ভাগাভাগি করে নিয়েছে দুই প্যানেল। রশিদ-সাঈদ প্যানেল থেকে বিজয়ী হওয়া কামরুল ইসলাম কিসমত পেয়েছেন ৪৫ ভোট। আর সাজেদ-সাদেক পরিষদ থেকে বিজয়ী হওয়া মোহাম্মদ ইউসুফ পেয়েছেন ৬৯ ভোট। কোষাধ্যক্ষের একটি পদে বিজয়ী হয়েছেন সাজেদ-সাদেক প্যানেলের হাজী মোহাম্মদ হুমায়ুন। তিনি পেয়েছেন ৪৪ ভোট। সদস্যের ১৯ পদে রশিদ-সাঈদ পরিষদের ৮ এবং সাজেদ-সাদেক পরিষদের ১১ জন নির্বাচিত হয়েছেন। নির্বাচিত সদস্যরা হলেনÑ মোসাদ্দেক হোসেন পাপ্পু, আলমগীর আলম, তৌফিকুর রতন, মিতুল, মামুনুর রশিদ, মাহাবুব মোরশেদ, ফয়সাল, জাফরুল আহসান, জাহিদ হোসেন রাজু, তারেক আদেল, রিংকু, টুটুল কুমার নাগ, খাজা তাহের লতিফ মুন্না, জামিল আব্দুল নাসের, দীপু, তারিকুজ্জামান নান্নু, সাফায়েত হোসেন ডালিম, রফিকুল ইসলাম কামাল ও শহীদ উল্লাহ টিটু। সাজেদ-সাদেক পরিষদ সদস্য পদে জিতেছে ১১টি আর রশিদ-সাঈদ প্যানেল জয়ী হয়েছে ৮টি।
×