ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

স্টুটগার্টে চ্যাম্পিয়ন কেভিতোভা

প্রকাশিত: ১২:১৭, ৩০ এপ্রিল ২০১৯

স্টুটগার্টে চ্যাম্পিয়ন কেভিতোভা

স্পোর্টস রিপোর্টার ॥ স্টুটগার্ট ওপেনের শিরোপা জিতলেন পেত্রা কেভিতোভা। ফাইনালে এ্যানেট কোন্টাভেইটকে পরাজিত করে চলতি মৌসুমের দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ পেলেন চেক প্রজাতন্ত্রের এই তারকা। রবিবার স্টুটগার্ট ওপেনের ফাইনালে তিনি ৬-৩ এবং ৭-৬ (৭/২) গেমে পরাজিত করেন এ্যানেট কোন্টাভেইটকে। সেইসঙ্গে চলতি মৌসুমের প্রথম প্রমীলা খেলোয়াড় হিসেবে দুটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন কেভিতোভা। এর আগে নতুন মৌসুমের শুরুতে সিডনি ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টেরও শিরোপা জিতেছিলেন তিনি। দীর্ঘ আট বছর আগে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছিলেন পেত্রা কেভিতোভা। তার তিন বছরের বিরতি শেষে জিতেন ক্যারিয়ারের দ্বিতীয় মেজর শিরোপা। সে বছরই উহান ওপেনের প্রথম ট্রফি নিজের শোকেসে তুলেন তিনি। কিন্তু ২০১৪ সালের পর থেকে আর নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি ছয় ফুট উচ্চতার এই চেক তারকা। নিষ্প্রভ পারফর্মেন্সের পাশাপাশি তার বড় প্রতিপক্ষ হয়ে দাঁড়ায় চোট। বিশেষ করে ২০১৬ সালে দুর্বৃত্তদের হামলায় আহত হয়ে টেনিস থেকেই ছিটকে পড়ার শঙ্কায় পড়েছিলেন তিনি। দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বাম হাতে মারাত্মক আঘাত পেয়েছিলেন কেভিতোভা। বাম হাতে আঘাত পাওয়ার কারণে আবারও তার টেনিস কোর্টে ফেরা নিয়েই সংশয় প্রকাশ করেছিলেন অনেকে। তবে চিকিৎসকরা অবশ্য শুনিয়েছিলেন আশার বাণী। তারা ধারণা করেছিলেন কোর্টে ফিরতে অন্তত ছয় মাস সময় লাগবে কেভিতোভার। কিন্তু চোট কাটিয়ে মাত্র সাড়ে চার মাসের মধ্যেই কোর্টে ফিরেন তিনি।
×