ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ আজ মঙ্গোলিয়া

প্রকাশিত: ১২:১৫, ৩০ এপ্রিল ২০১৯

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ আজ মঙ্গোলিয়া

রুমেল খান ॥ সাফল্যে উপনীত হওয়ার জন্য ধাপ পেরুতে হবে চারটি। সে লক্ষ্যে দুটি ধাপ পেরুনো গেছে ইতোমধ্যেই। বাকি আছে আর দুটি ধাপ। তৃতীয় ধাপটি অতিক্রম করার পালা আজ। বলছি বাংলার বাঘিণীদের কথা। ‘বঙ্গমাতা অ-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ’ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে তারা আজ মোকাবেলা করবে ‘এ’ গ্রুপের রানার্সআপ এমন একটি দলকে, যাদের নামের মধ্যে ‘মঙ্গল’ শব্দটি আছে! হ্যাঁ, ঠিক ধরেছেন, দেশটির নাম মঙ্গোলিয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। মঙ্গোলিয়া। শব্দটি উচ্চারণ করলেই যে বিষয়গুলো মনের মাঝে ভিড় করে, তা হলো এটি অতি নির্মম ও রক্তপিপাসু শাসক চেঙ্গিস খানের দেশ। ত্রয়োদশ শতকে এশিয়ার সিংহভাগ সাম্রাজ্যই দখল করে নিয়েছিলেন তিনি। এবার বিংশ শতাব্দীতে পূর্ব এশিয়ার সেই দেশটির কিছু নারী ফুটবলার বাংলাদেশে এসেছেন দখল করতে। সা¤্রাজ্য নয়, ‘বঙ্গমাতা অ-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ’ ফুটবল টুর্নামেন্টের ট্রফি! তবে তাদের সামনে বাধা আজ পৃথিবীর সবচেয়ে বড় ব-দ্বীপ এবং দীর্ঘতম সমুদ্র সৈকতের দেশ খ্যাত স্বাগতিক বাংলাদেশ। নিজেদের গ্রুপ ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে সংযুক্ত আরব আমিরাত এবং ২-১ গোলে কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপসেরা হওয়ার পাশাপাশি সেমিতে নাম লেখায়। পক্ষান্তরে নিজেদের গ্রুপ ম্যাচে পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়া তাজিকিস্তানকে ৩-০ গোলে হারায়। তবে পরের ম্যাচে লাওসের কাছে হেরে যায় ০-৫ গোলে। তারপরও গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে চলে যায় তারা। প্রতিপক্ষ যেমনই হোক তাদের বিপক্ষে স্বাভাবিক খেলাটা খেলেই ম্যাচটা নিজেদের করে নেবে শিষ্যরা, এমনটাই প্রত্যাশা বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটনের। দলের দুই গুরুত্বপূর্ণ ফুটবলার কৃষ্ণা রানী সরকার এবং সিরাত জাহান স্বপ্না ইনজুরির কারণে সেমিফাইনাল এবং ফাইনালে অনিশ্চিত হলেও তাদের অভাব তেমন কোন প্রভাব ফেলবে না বলেই বিশ্বাস বাংলাদেশের কোচের। কারণ তার রিজার্ভ বেঞ্চের ফুটবলাররাও কোন অংশে পিছিয়ে নেই বলে জানান তিনি। ছোটন বলেন, ‘কিরগিজস্তান শারীরিকভাবে খেলার চেষ্টা করে। যার ফল আমাদের দুই ইনজুরি। মঙ্গোলিয়ারও কিরগিজদের মতো শারীরিক এ্যাডভান্টেজ আছে। তাই তারাও শারীরিক শক্তি প্রয়োগ করে খেলার চেষ্টা করবে। আমরা সে অনুযায়ী পরিকল্পনা করেছি। মেয়েরা নিজেদের খেলার মধ্যেই থাকবে। আমরা সব থেকে বেশি কাজ করেছি নিজেদের ভুল ত্রুটি নিয়ে।’ কোচ ছোটন জানান ইতোমধ্যে তাদের হাতে এসে পৌঁছেছে কৃষ্ণা এবং স্বপ্নার এমআরআই রিপোর্ট। দুজনেরই লিগামেন্টে সমস্যা হয়েছে। তার মধ্যে স্বপ্নার অবস্থা বেশি গুরুতর। তবে মারজিয়া, তহুরা, সাজেদারা যে পারফর্মেন্স করছেন তাতে ভরসা রাখছেন ছোটন। দলীয় অধিনায়ক মিশরাত জাহান মৌসুমী বলেন, ‘যখন আমাদের কোন বেঞ্চের ফুটবলার মাঠে নামে, তখন কিন্তু পার্থক্যটা বোঝা যায় না। মঙ্গোলিয়ার সঙ্গে কাল (আজ) আমাদের প্রথম ম্যাচ। আমরা তাদের খেলা টিভিতে দেখেছি। তাদের সম্পর্কে ধারণা নিয়েছি। স্যাররা (কোচিং স্টাফ) মাঠে বসে খেলা দেখেছেন। ইতোমধ্যে তাদের বিপক্ষে পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। আশা করি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’ মঙ্গোলিয়ার কোচ কাওয়ামুতো ও প্রত্যাশা করছেন একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের, ‘বাংলাদেশের সব থেকে শক্তিশালী অংশ হচ্ছে তাদের আক্রমণভাগ। তারা দুই দিক থেকে আক্রমণ করে। আমাদের লক্ষ্য থাকবে সেগুলো নষ্ট করা। দু’দলের শক্তিতে তেমন কোন পার্থক্য নেই। আশা করছি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’ দলের অধিনায়ক উন্দ্রালির ভাষ্য, ‘সেমিফাইনালে বাংলাদেশ এগিয়ে থাকবে। তবে আমাদের জয়ের ভাল সুযোগ এটা।’ তবে বাংলাদেশের কোচ ছোটন জানান তারা যে পূর্বের কৌশলেই মাঠে নামবেন তা ঠিক নয়। ম্যাচের অবস্থা বুঝে যে কোন সময় পরিবর্তন হতে পারে পরিকল্পনা। তবে মঙ্গোলিয়াও গ্রুপে খেলে আসা কিরগিজস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের সমশক্তির দল বলেই মনে করছেন ছোটন। তাই শিষ্যদের স্বাভাবিক খেলাটাই খেলতে পরামর্শ দিচ্ছেন তিনি। আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠা। মেয়েরা সেটা খুব ভালভাবেই করতে পেরেছে। এই জন্য তাদের ধন্যবাদ জানাই। অনেক দিন পর মাঠে অনেক দশক এসেছেন। মাঠে এসে মেয়েদের উৎসাহ দেয়ার জন্য দর্শকদেরও ধন্যবাদ জানাই।’ ছোটন আরও জানান, ‘অতিরিক্ত সময় এবং টাইব্রেকারের বিষয়টি আমাদের মাথায় আছে। এজন্য মেয়েরা কঠোর অনুশীলন করছে। যদি নির্ধারিত ৯০ মিনিট ড্র হয়, এরপর অতিরিক্ত ৩০ মিনিট খেলা। আশা করছি যে এটা আমাদের মেয়েদের জন্য সমস্যা হবে না।’ এখন দেখার বিষয়, মঙ্গলবার মঙ্গোলিয়াকে হারিয়ে তাদের অমঙ্গল ঘটিয়ে বাংলাদেশ ফাইনালে যেতে পারে কি না।
×