ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সততা স্টোর উদ্বোধন

প্রকাশিত: ১২:১০, ৩০ এপ্রিল ২০১৯

সততা স্টোর উদ্বোধন

সংবাদদাতা, বোয়ালমারী, ফরিদপুর, ২৯ এপ্রিল ॥ ফরিদপুরের বোয়ালমারীতে সোমবার দুটি শিক্ষা প্রতিষ্ঠানে যাত্রা শুরু করল বিক্রেতাবিহীন সততা স্টোর। শিক্ষার্থীদের সততা ও নৈতিক শিক্ষায় বলীয়ান করতে ফরিদপুর দুর্নীতি দমন কমিশন এর অর্থায়নে এই উদ্যোগ গ্রহণ করেছে উপজেলা প্রশাসন। উপজেলার দাদপুর ইউনিয়নের রাঙ্গামুলাকান্দি হাজী আবদুলাহ একাডেমি ও পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা সৈয়দ ফজলুল হক একাডেমিতে সততা স্টোর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাকির হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, সততাই সভ্য সমাজ সৃষ্টির মূল হাতিয়ার। চা চাষ সম্প্রসারণে কর্মশালা নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ২৯ এপ্রিল ॥ উপজেলায় ক্ষুদ্র পর্যায়ে চা চাষ সম্প্রসারণের লক্ষ্যে চা চাষে উদ্বুদ্ধকরণ শীর্ষক বর্ণাঢ্য র‌্যালি ও কর্মশালার আয়োজন করা হয়েছে। ফটিকছড়ি উপজেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট ফটিকছড়ি কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এক কর্মশালা উপজেলার শহীদ শফিকুন নূর মওলা মিলনায়তনে সোমবার সকালে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন যুগ্ম সচিব ও বাংলাদেশ চা বোর্ডের সদস্য মুহাম্মদ গোলাম মওলা, বিশেষ অতিথি ছিলেন ওসি মোহাম্মদ আরিফুর রহমান। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিটিআরআইর সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা অসীম কুমার সাহা।
×