ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোনারগাঁওয়ে বড় সরদারবাড়ি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

প্রকাশিত: ১২:১০, ৩০ এপ্রিল ২০১৯

সোনারগাঁওয়ে বড় সরদারবাড়ি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ অবশেষে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের (সোনারগাঁও জাদুঘর) ঐতিহাসিক বড় সরদারবাড়ি ভবনটি সংস্কার কাজ সম্পন্ন হওয়ার পর সোমবার দর্শনার্থীদের জন্য প্রবেশাধিকার উন্মুক্ত করা হয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক রবীন্দ্র গোপ। সন্ধ্যা পৌনে ৬টায় জাদুঘর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ২০১৮ সালের ১ নবেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঐতিহাসিক বড় সরদারবাড়ি ভবনটি উদ্বোধন করেছেন। বড় সরদারবাড়ি সোনারগাঁও অঞ্চলের ঋদ্ধিমান স্থাপত্য নিদর্শন হিসেবে সমাদৃত হয়ে আসছে। রেস্টোরেশনকৃত বড় সরদারবাড়ি আমাদের অতীত ইতিহাস-ঐতিহ্যের সঙ্গে নতুন প্রজন্মের মেলবন্ধন সৃষ্টি করবে। চট্টগ্রামে নানা কর্মসূচীতে ভয়াল ২৯ এপ্রিল স্মরণ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ দেশের সমুদ্র উপকূলীয় অধিবাসীরা সোমবার নানা কর্মসূচীর মাধ্যমে পালন করেছে ‘ভয়াল ২৯ এপ্রিল।’ ২৮ বছর আগে এই দিন প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারিয়েছিল লক্ষাধিক মানুষ। ভেসে গিয়েছিল গবাদিপশু ও মূল্যবান সম্পদ। দিবসটিতে বেদনার সঙ্গে স্মরণ করা হয় নিহতদের। ১৯৯১ সালের ২৯ এপ্রিল চট্টগ্রামের উপকূলীয় অঞ্চল দিয়ে বয়ে যায় প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়টি।
×