ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সিলেটে শিক্ষানুরাগী মোহাম্মদ দিলওয়ার আহমেদ স্মরণসভা

প্রকাশিত: ১২:০৯, ৩০ এপ্রিল ২০১৯

সিলেটে শিক্ষানুরাগী মোহাম্মদ দিলওয়ার আহমেদ স্মরণসভা

দিলওয়ার আহমেদ ছিলেন এক ক্ষণজন্মা পুরুষ। অজ পাড়াগাঁয়ে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে সমাজ থেকে অন্ধকার দূর করার মিশন নিয়ে সারাজীবন কাজ করেছেন। শিক্ষার আলো ছড়ানোর মাধ্যমেই তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। মানুষকে ভালবেসে মানবতার কল্যাণে নিজেকে নিবেদিত করে তিনি সৃষ্টি করেছে এক অনন্য দৃষ্টান্ত। শিক্ষানুরাগী মোহাম্মদ দিলওয়ার স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত এক স্মরণসভায় বক্তরা এসব কথা বলেন। এই মহান ব্যক্তি অতি সম্প্রতি ইহলোক ত্যাগ করেছেন। গত শনিবার সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার ইউনিয়নের শাহ সিকান্দর গ্রামে হযরত আয়েশা সিদ্দিকা (রাঃ) উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী। আলোচনায় অংশগ্রহণ করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের অধ্যাপক এবং দিলওয়ার আহমেদের পুত্র ডাঃ শাকিল আহমদ, দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান আবু জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার মিন্টু চৌধুরী, অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার, ঢাকা মেডিক্যাল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ হোসনে কমর ওসমানী প্রমুখ। -বিজ্ঞপ্তি ডাকাতিয়ায় ভাঙ্গন রক্ষার দাবি নিজস্ব সংবাদদাতা, চাঁদপুর, ২৯ এপ্রিল ॥ চাঁদপুর শহরের গুনরাজদী এলাকায় ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড় ভরাট করায় উত্তর পাড়ে ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। ভাঙ্গন থেকে নদীর পাড় রক্ষা করতে নারী, পুরুষ ও শিশুসহ প্রায় শতাধিক পরিবার মানববন্ধন করেছে। সোমবার বেলা ১১টার মানববন্ধন কর্মসূচী পালন করেন এলাকাবাসী। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, ডাকাতিয়া নদীর দক্ষিণ পাড়ে বেসরকারী কোম্পানি একটি বিদ্যুত উৎপাদন করে নদী ভরাট করায় সরাসরি নদীর পানির ¯্রােত উত্তর পাড়ে এসে আঘাত করে।
×