ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি দাবি

প্রকাশিত: ১২:০৬, ৩০ এপ্রিল ২০১৯

নুসরাত হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসি দাবি

নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৯ এপ্রিল ॥ ফেনীর সোনাগাজী ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও অগ্নিসংযোগ করে হত্যায় ওই মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষক সিরাজ উদ দৌলাসহ হত্যাকাণ্ডে জড়িত সকল খুনীর ফাঁসির দাবি এবং সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে প্রায় ১৫শ’ শিক্ষার্থী। সোমবার দুপুরে জেলা সদরের দাদপুর ইউনিয়নের রামবল্লভপুর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সামনের সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও নোয়াখালী জেলা পল্লী বিদ্যুত সমিতির সভাপতি আবদুল মতিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোশারফ হোসেন, আবুল কাশেম, স্থানীয় ইউপি সদস্য মোজ্জামেল হোসেন সোহাগ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মঞ্জুর মোর্শেদ চৌধুরী ও সহকারী শিক্ষক নুর জাহান। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বিদ্যালয়ের প্রায় ১৫শ’ শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করে মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে যৌন হয়রানি ও অগ্নিসংযোগ করে হত্যায় ওই মাদ্রাসার অধ্যক্ষ ধর্ষক সিরাজ উদ দৌলাসহ হত্যাকা-ে জড়িত সকল খুনীর ফাঁসির দাবি জানিয়েছেন। পাশাপাশি সারাদেশে নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদও করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
×