ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাল্যবিয়ে রোধে কর্মশালা

প্রকাশিত: ১২:০৩, ৩০ এপ্রিল ২০১৯

বাল্যবিয়ে রোধে কর্মশালা

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ২৯ এপ্রিল ॥ মোহনগঞ্জে বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আইইএম ইউনিট, পরিবার পরিকল্পনা অধিদফতরের আয়োজনে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদেব কর্মকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোঃ রুক্কন উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ মেহেদী মাহমুদ আকন্দ, জেলা কনসালট্যান্ট ফজলুর রহমান, ইউপি চেয়ারম্যান মোতাহার হোসেন, আমিনূল ইসলাম সোহেল, প্রেসক্লাব সম্পাদক মাসুম আহম্মেদ, কাউন্সিলর কামাল হোসেন রতন, শিক্ষক জিয়া প্রমুখ। পরিচ্ছন্নতা অভিযান নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা, ২৯ এপ্রিল ॥ উন্নয়ন সংস্থা স্বাবলম্বী উন্নয়ন সমিতির উদ্যোগে সদর উপজেলার সিংহেরবাংলা বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান অনুষ্ঠিত হয়েছে। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচীর উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়। সিংহেরবাংলা রেলস্টেশনের সামনে অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক মঈন উল ইসলাম। সিংহেরবাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আবদুর রহিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্বাবলম্বীর নির্বাহী পরিচালক বেগম রোকেয়া, কৃষ্ণগোবিন্দ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন কুমার পাল, আলমগীর প্রমুখ। বাজারে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে। এছাড়া কৃষ্ণগোবিন্দ উচ্চ বিদ্যালয়, রায়দুমরুহী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ২শ’ ২০ ফলদ ও বনজ বৃক্ষের চারা রোপণ করে।
×