ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী গ্রেফতার

প্রকাশিত: ১২:০২, ৩০ এপ্রিল ২০১৯

শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা মামলায় স্বামী গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৯ এপ্রিল ॥ কমলনগরে শাহীন আক্তার শাহীনকে গায়ে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যা মামলার প্রধান আসামি স্বামী সালাহউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে রামগতি উপজেলার বুড়া কর্তার আশ্রম এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, আসামি সালাহউদ্দিন চট্টগ্রাম থেকে ঝুমুর সিনেমা হলের সামনে হয়ে ভোলায় পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে রামগতির আশ্রম এলাকায় আসে। পূর্ব থেকে তার গতিবিধি পর্যবেক্ষণ করে আসছিল কমলনগর থানা পুলিশ। এক পর্যায়ে সে তার স্ত্রী সন্তানদের সঙ্গে নিয়ে ভোলার উদ্দেশে রওনা দিলে সাদা পোশাকধারী পুলিশ তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, ২৩ এপ্রিল স্ত্রীর দাবি প্রতিষ্ঠিত করার জন্য স্বামী সালাহউদ্দিনের নিকট আসে চট্টগ্রামের রাউজানের মেয়ে শাহীন আক্তার। স্থানীয় ইউপি সদস্য হাফিজ বিয়ের প্রমাণাদি না পেয়ে শাহীন আক্তারকে চট্টগ্রাম ফিরে যাওয়ার পরামর্শ দেন। এ সময় তাকে সকল প্রমাণাদি নিয়ে আসতে বলেন ইউপি সদস্য জাফর। এর কিছুক্ষণ পর তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। পুলিশ সুপারের হস্তক্ষেপে পুলিশ তত্ত্বাবধানে ঢাকা পাঠানোর পরের দিন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় যায় শাহীন আক্তার। রংপুরে জেএমবি সদস্য গ্রেফতার নিজস্ব সংবাদদাতা, রংপুর, ২৯ এপ্রিল ॥ উগ্রবাদী বই ও লিফলেটসহ হারুনুর রশীদ নামে এক জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার দুপুরে রংপুর র‌্যাব কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে র‌্যাব জানায়, দিনাজপুর জেলার চিরিরবন্দর থানাধীন ১নং নরশতপুর পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ জঙ্গী ও জেএমবির সক্রিয় সদস্য হারুনুর রশিদ ওরফে হারুন মুন্সী, পিতা আব্দুল হাকিম, সাং দক্ষিণ সুখদেবপুর, থানা চিরিরবন্দর, জেলা দিনাজপুরকে গ্রেফতার করা হয় এবং হতে উগ্রবাদী বই ও উগ্রবাদী লিফলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জানায়, সে দীর্ঘদিন যাবত গোপনে সংগঠনের সদস্য ও চাঁদা সংগ্রহসহ বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত ছিল।
×