ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে বিদ্যুত স্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

প্রকাশিত: ১২:০১, ৩০ এপ্রিল ২০১৯

পঞ্চগড়ে বিদ্যুত স্পৃষ্টে ইজিবাইক চালকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ আটোয়ারী উপজেলায় বিদ্যুত স্পৃষ্ট হয়ে আরেফিল ইসলাম (৩৩) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। এ সময় তাকে উদ্ধার করতে গিয়ে দবিরুল ইসলাম নামে এক মরিচ ব্যবসায়ীও বিদ্যুত স্পৃষ্ট হয়ে আহত হন। স্থানীয়রা উদ্ধার করে তাকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয়। সোমবার সকালে আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দারখোর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরেফিল ওই এলাকার আনারুল ইসলামের ছেলে। তোড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব আল আজাদ বলেন, স্থানীয় মরিচ ব্যবসায়ী দবিরুল আরেফিলের ইজিবাইক ভাড়া করতে আসেন। তখনও ইজিবাইকটির ব্যাটারি বিদ্যুতের মাধ্যমে চার্জ হচ্ছিল। আরেফিল চার্জ থেকে ব্যাটারি খুলতে গেলেই বিদ্যুত স্পৃষ্ট হয়। এ সময় পাশে থাকা দবিরুল তাকে উদ্ধার করতে গেলে সেও বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাদের দুজনকেই উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরেফিলকে মৃত ঘোষণা করেন। বরিশালে স্কুলছাত্র হত্যাকারীদেও বিচার দাবি স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ উজিরপুর উপজেলার বামরাইল এবি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর মেধাবী ছাত্র ইসরাফিল হাওলাদার নয়নকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবিতে সোমবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, পরিচালনা কমিটি ও অভিভাবকদের অংশগ্রহণে ঢাকা-বরিশাল মহাসড়কের স্কুলসংলগ্ন বামরাইল বাসস্ট্যান্ডে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলকালীন সময় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধানশিক্ষক ইউসুফ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য শাওন বালী, ইউপি সদস্য শিল্পী বেগম প্রমুখ। বক্তারা অনতিবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
×