ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ব্লাস্ট রোগের আক্রমণে রাঙ্গুনিয়ায় ইরি-বোরো ফসলের ক্ষতি

প্রকাশিত: ১২:০১, ৩০ এপ্রিল ২০১৯

ব্লাস্ট রোগের আক্রমণে রাঙ্গুনিয়ায় ইরি-বোরো ফসলের ক্ষতি

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া, ২৯ এপ্রিল ॥ রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন বিলে ব্লাস্ট রোগের আক্রমণে ইরি- বোরো ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এবার ভাল ফলন দৃশ্যমান হলেও শেষ মুহূর্তে রোগের আক্রমণে উৎপাদন লক্ষ্য অর্জনে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বিলগুলোতে বিক্ষিপ্তভাবে ফসলে ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দিয়েছে। উপজেলার গুমাই বিল, কোদালা বিল, শিলক তৈলীভাঙ্গা বিল, বেতাগীর রুপম বিল এবং পদুয়া, সরফভাটা, বেতাগী, হোসনাবাদ , স্বনির্ভর রাঙ্গুনিয়া, রাজানগর, ইসলামপুর, চন্দ্রঘোনা, পারুয়া, দক্ষিণ রাজানগর ইউনিয়নের বিলসমূহে ইরি-বোরো ক্ষেতে একইভাবে এই রোগের আক্রমণ রয়েছে। বর্তমানে এলাকায় বিলগুলোতে বোরো ধান কাটা চলছে। রোগ বালাইয়ের কারণে আশানুরূপ উৎপাদন পাচ্ছে না কৃষক। কৃষকরা জানায়, যথাসময়ে সেচ ব্যবস্থায় এবারের ইরি- বোরো মৌসুমের চাষাবাদে রোপার গড়ন এবং ফলন আসে। বাম্পার ফলনে সম্ভাবনায় স্বস্তি আসে কৃষকের মাঝে। কিন্তু লম্বা শীষ বাঁকা দিয়ে ঝুলে পড়তেই রোগের আক্রমণে বিবর্ণ হয়ে যাচ্ছে। ক্ষেতে বিক্ষিপ্তভাবে রোগের আক্রমণে সোনালি শীষের মাঝে বিবর্ণ সাদা শীষ কৃষককে হতাশ করেছে। গুমাই বিলের কৃষক মুনির আহমদ জানায়, বিলে এক একর জমিতে ইরি-বোরো চাষাবাদ করেছি। কোথাও কোথাও ব্লাস্ট রোগের আক্রমণ দেখা দেয়। লম্বা শীষ বের হলেও গোড়া থেকে ক্ষতি হওয়ায় ধানের শীষ মরে চিটা হয়ে গেছে। এতে সম্ভাবনার ফসল উৎপাদন লাভে ব্যর্থতার আশঙ্কা দেখা দিয়েছে। বেতাগী রুপম বিলের কৃষক নয়ন বড়ুয়া বলেন, আমার তিন একর জমির বোরো ফসলে ব্যাপক ব্লাস্ট রোগের আক্রমণ হয়। প্রায় এক তৃতীয় অংশ ফসল নষ্ট হয়ে গেছে। শেষ মুহূর্তের এই দুর্যোগ প্রত্যাশার উৎপাদন থেকে বঞ্চিত হতে হবে।
×