ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত ২০

প্রকাশিত: ১২:০০, ৩০ এপ্রিল ২০১৯

আড়াইহাজারে জমি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ ॥ আহত ২০

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ আড়াইহাজারে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল ৯টায় উপজেলার মারুয়াদী এলাকায় মহিবুর রহমান ও দীল মোহাম্মদের পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, মহিবুর রহমান ও দীল মোহাম্মদের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ১৪ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় পর্যায়ে বেশ কয়েকবার সালিশী বৈঠক বসলেও কোন সমাধান হয়নি। সোমবার সকালে বিরোধপূর্ণ জমিটিতে সীমানা পিলার বসাতে গেলে এক পক্ষ অপর পক্ষকে বাধা দেয়। এতে তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে সংঘর্ষে রূপ নেয়। ওই সময় দুপক্ষের মধ্যে ধারালো চাপাতি, দা, ছোরা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আহতদের মধ্যে লোকমান হোসেন, আজিজুল হক, মহিবুর রহমান, হাবিবুর রহমান, রাকিব, দীল মোহাম্মদ, জহিরুল, তোফাজ্জল হোসেন, বাদল, মাসুম, আল মাহাবুব, লেহাজুদ্দিন ও সুরিয়া আক্তারকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে গুরুতর আহত লোকমান হোসেন ও আজিজুল হককে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মাদারীপুরে আহত ১২ নিজস্ব সংবাদদাতা মাদারীপুর থেকে জানান, রবিবার রাত ৯টার দিকে সদর উপজেলার মস্তফাপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর । জানা গেছে, সদর উপজেলার মস্তফাপুর এলাকার নুর আলম শেখ ও বাবুল চোকদারের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার রাত আটটার দিকে দুই বাড়ির কিশোরদের মধ্যে লুডু খেলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে রাত নয়টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সংঘর্ষে উভয় পক্ষের ১২ জন আহত হয়। মারাত্মক আহত নুর আলম শেখ, শাহীনুর বেগম, মান্নান শেখ, নুর জামাল শেখ, শাহীন চোকদার ও বাবুল চোকদারকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হওয়ায় নুর আলম শেখ ও নুর জামাল শেখকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। শাহজাদপুরে আহত ৬ নিজস্ব সংবাদদাতা শাহজাদপুর, সিরাজগঞ্জ থেকে জানান, শাহজাদপুরে জমিজমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় বৃদ্ধ মহিলাসহ আহত হয়েছে ৬ জন। জানা গেছে, সোমবার সকাল ১০ টায় উপজেলার রূপবাটি ইউনিয়নের চরাচিথুলিয়া গ্রামের মৃত ঈসমাইল ম-লের ছেলে হোসেন ম-ল, হাসেন ম-ল, দিরাজ ম-ল,ফটিক ম-ল, বাবু ম-ল ও সিরাজ ম-লের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রেশস্ত্রে সজ্জিত হয়ে একই এলাকার ইউসুফ ম-লের ছেলে সেলিম ম-লের (৩৫) ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় সেলিম ম-ল গুরুতর আহত হয়ে চিৎকার দিলে সেলিম ম-লের ফুপু বৃদ্ধ হালিমা বেগম (৭৫), বড় ভাবি আঞ্জুয়ারা বেগম (৪৫), সাথী খাতুন (৪০), বানু খাতুন (৬৫), ভাই মানিক ম-ল এগিয়ে এলে তাদেরও গুরুতর জখম করে। এ সময় গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী তাদের উদ্ধার করে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে আঞ্জুয়ারার অবস্থার অবনতি হলে তাকে বগুড়ায় স্থানান্তর করা হয়। বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎস্বাধীন সেলিম ম-ল বলেন, আমার বাবার একটি জমি প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে দখলের পাঁয়তারা করে আসছে। আমরা বরাবরই বাধা দিয়ে আসছিলাম। এতে তারা দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়ে আসছিল। আমি সোমবার সকালে বাড়ি থেকে বের হয়ে বাজারে আসার পথে আমার ওপর হামলা চালায় এবং আমাকে কুপিয়ে গুরুতর আহত করে। আমার চিৎকারে আমার পরিবারের লোকজন এগিয়ে এলে তাদেরও মারপিট করে গুরুতর আহত করে।
×