ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা ॥ ৫ পুলিশকে আটকে রেখে বিক্ষোভ

প্রকাশিত: ১২:০০, ৩০ এপ্রিল ২০১৯

ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা ॥ ৫ পুলিশকে আটকে রেখে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ গৌরীপুর উপজেলার রামগোপালপুর বাজারের স্থানীয় ইলেকট্রনিক পণ্য ব্যবসায়ী খোকনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা চালিয়েছে পুলিশ। এমন অভিযোগে স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী রবিবার রাতে গৌরীপুর থানা পুলিশের এসআই রুহুল আমিন ও এএসআই আওয়ালসহ পাঁচ পুলিশকে আটকে রেখে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধসহ বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত জনতাকে তদন্তপূর্বক বিচারের আশ্বাস দিয়ে আটক পুলিশ সদস্যদের ছাড়িয়ে আনে। গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে ঘটনার সূত্রপাত। বিষয়টি উর্ধতন পুলিশ কর্মকর্তারা খতিয়ে দেখছেন বলে জানান তিনি। রবিবার রাতেই খোকন মিয়ার দোকান থেকে সিসি ক্যামেরার ফুটেজ জব্ধ করে নিয়ে গেছে পুলিশ। স্থানীয় সূত্র জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে গৌরীপুর থানার এসআই রুহুল আমিন ও এএসআই আওয়ালের নেতৃত্বে একদল পুলিশ রামগোপালপুর বাজারে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় বাজারের ব্যবসায়ী খোকন মিয়া (৩০) এর দোকান থেকে ইয়াবা উদ্ধার করে বলে দাবি পুলিশের। দোকানে সিসি ক্যামেরার ফুটেজ দেখার দাবিসহ এ নিয়ে চ্যালেঞ্জ করার পরও পুলিশ খোকনকে কলার চেপে ধরে দোকান থেকে মারধর করতে করতে বাইরে নিয়ে আসে। একপর্যায়ে খোকন জ্ঞান হারিয়ে ফেললে ক্ষুব্ধ হয় স্থানীয় জনতা। দোকানের সিসি ক্যামেরার ফুটেজ দেখে স্থানীয়দের দাবি পুলিশ টাকার জন্য ব্যবসায়ী খোকনকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টা চালায়। এই খবর ছড়িয়ে পড়লে স্থানীয় উত্তেজিত জনতা পাঁচ পুলিশ সদস্যকে আটকে রেখে তাদের বিচার দাবিতে রামগোপালপুর বাজারে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দায়ী পুলিশ সদস্যদের তদন্তপূর্বক বিচারের আশ্বাস দিয়ে ছাড়িয়ে আনে। এ বিষয়ে জানতে চাইলে খোকন মিয়া জানান, দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে রামগোপালপুর বাজারে ব্যবসা করে আসছি। পুলিশ টাকার জন্যই ইয়াবা কাহিনী বানানোর চেষ্টা করে। তিনি ঘটনার বিচার দাবি করেছেন।
×