ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দুই বছরের আগের অবস্থানে শেয়ারবাজারের সূচক

প্রকাশিত: ১১:৫৭, ৩০ এপ্রিল ২০১৯

দুই বছরের আগের অবস্থানে শেয়ারবাজারের সূচক

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে দরপতন বেড়েই চলেছে। মাঝে মধ্যে উত্থানে কিছুটা আশার মুখ দেখলেও তা খুব বেশি সময়ের জন্য স্থায়ী হচ্ছে না। ধীরে ধীরে সূচক নেমে যাচ্ছে সর্বনিম্ন অবস্থানে। সোমবার দুই বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে ডিএসই এর সূচক। কমেছে অংশ নেয়া বেশিরভাগ শেয়ারের দর। সোমবারে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণও কমেছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সকালে সূচকের কিছুটা উর্র্ধগতি দিয়ে লেনদেন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ফের দরপতন বাড়তে থাকে। দিনশেষে ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স সূচক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭৫ পয়েন্টে। যা ২ বছর ৩ মাস ২৮ দিনের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ৪ জানুয়ারি ১৭ তারিখে সর্বনিম্ন অবস্থানে ছিল। সেদিন সূচক ৫ হাজার ১৫৬ পয়েন্টে অবস্থান করেছিল। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৯৮ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৫ পয়েন্টে। ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২৯৮ কোটি ৬১ লাখ ৮ হাজার টাকার। যা গত কার্যদিবস থেকে ৪৬ কোটি টাকা কম। গত কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ৩৪৪ কোটি ২৫ লাখ ৮৬ হাজার টাকা। ডিএসইতে ৩৪৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫ শতাংশ বা ৮৬টির, কমেছে ৬৩ শতাংশ বা ২১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১২ শতাংশ বা ৪৪টির। ডিএসইতে লেনদেনের সেরা কোম্পানিগুলো হলো ॥ ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, মুন্নু সিরামিক, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি, ব্র্যাক ব্যাংক, ন্যাশনাল টিউব, ন্যাশনাল পলিমার, ইন্দোবাংলা ফার্মা ও গ্রামীণ ফোন। দরবৃদ্ধির সেরা কোম্পানিগুলো হলো ॥ ইস্টার্ন ইন্স্যুরেন্স, সোনারবাংলা ইন্স্যুরেন্স, ইউনাইটেড ইন্স্যুরেন্স, অলিম্পিক এক্সেসরিজ, রহিম টেক্সটাইল, অগ্রনী ইন্স্যুরেন্স, এশিয়া ইন্স্যুরেন্স, সিএপিএম মিউচুয়াল ফান্ড ও ম্যারিকো। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮৬৯ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৭টির, কমেছে ১৫৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।
×