ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

বিমানের পাইলট ক্যাপ্টেন ইশতিয়াক বিরল সম্মানে ভূষিত

প্রকাশিত: ১১:৫৩, ৩০ এপ্রিল ২০১৯

বিমানের পাইলট ক্যাপ্টেন ইশতিয়াক বিরল সম্মানে ভূষিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৭৭-এর কমান্ডার ক্যাপ্টেন ইশতিয়াক হোসাইন সম্প্রতি জার্মানির বার্লিনে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলট এ্যাসোসিয়েশন (ইফালপা) -এর বার্ষিক সম্মেলনে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল হতে সরাসরি ভোটের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে নির্বাহী সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন। বিশ্বের ৫৫০ প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। এই উপমহাদেশ থেকে এখন পর্যন্ত কোন এয়ারলাইনের পাইলট গুরুত্বপূর্ণ এই পদটিতে নির্বাচিত হননি। ক্যাপ্টেন ইশতিয়াক হোসাইন এভিয়েশন খাতে এশিয়া/প্যাসিফিক দেশ অস্ট্রেলিয়া, হংকংসহ চীন, ফিজি, ইন্দোনেশিয়া, জাপান, কোরিয়া, পাপুয়া নিউগিনি, সিঙ্গাপুর, থাইল্যান্ড, সার্কের সকল দেশসহ এবং ইউএসএ -এর কিছু দ্বীপবেষ্টিত দেশের দায়িত্ব পালন করবেন। বিশ্বব্যাপী পাইলটদের মতপ্রকাশে কানাডার মন্ট্রিল ভিত্তিক ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ারলাইন পাইলট এ্যাসোসিয়েশন (ইফালপা), ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশনের সঙ্গে কাজ করে যা জাতিসংঘ ও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের একটি বিশেষায়িত সংস্থা। ক্যাপ্টেন ইশতিয়াক হোসাইন প্রথম বাংলাদেশী যিনি ‘ইন্টারন্যাশনাল সোসাইটি অব এয়ার সেফটি ইনভেস্টিগেটরস’-এর একজন পূর্ণসদস্য। -বিজ্ঞপ্তি
×