ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সুপ্রীমকোর্টের জাজেস লাউঞ্জে বিচারপতিদের বৈঠক বৃহস্পতিবার

প্রকাশিত: ১১:৫২, ৩০ এপ্রিল ২০১৯

সুপ্রীমকোর্টের জাজেস লাউঞ্জে বিচারপতিদের বৈঠক বৃহস্পতিবার

স্টাফ রিপোর্টার ॥ মামলাজট নিরসনে সুপ্রীমকোর্টের বিচারপতিদের নিয়ে বৈঠকে বসছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আগামী বৃহস্পতিবার বেলা তিনটায় সুপ্রীমকোর্টের জাজেস লাউঞ্জে ওই বৈঠক হবে বলে সুপ্রীমকোর্টের একটি সূত্র জানিয়েছে। এর আগে সুপ্রীমকোর্ট মিলনায়তনে গত ২০ এপ্রিল এক আলোচনা সভায় মামলাজট নিরসন বিষয়ে আগামী এক মাসের মধ্যে বিচারপতিদের নিয়ে বসার কথা জানিয়েছিলেন প্রধান বিচারপতি। ওই দিন তিনি বলেছিলেন, দেশের সব আদালতে মামলার আধিক্যের জন্য জনসংখ্যা বৃদ্ধি প্রাথমিকভাবে দায়ী। প্রধান বিচারপতি বলেন, বিচারাধীন মামলার তুলনায় বিচারকসংখ্যা অপ্রতুল। তাই দিন দিন মামলাজট দ্রুত বাড়ছে। সুপ্রীমকোর্টের জুডিশিয়াল রিফর্ম কমিটি ও জার্মান ডেভেলপমেন্ট কো-অপারেশন (জিআইজেড) যৌথভাবে ‘ন্যাশনাল জাস্টিস অডিটের ফলাফল উপস্থাপন’ শীর্ষক শনিবারের ওই আলোচনা সভার আয়োজন করে। সভায় বিভিন্ন দেশের জনসংখ্যার সঙ্গে বিচারকদের আনুপাতিক সংখ্যার চিত্র তুলে ধরেন।
×