ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ঢাবির ডিন নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নিরঙ্কুশ বিজয়

প্রকাশিত: ১১:৫২, ৩০ এপ্রিল ২০১৯

ঢাবির ডিন নির্বাচনে আওয়ামী লীগপন্থী শিক্ষকদের নিরঙ্কুশ বিজয়

বিশ^বিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিন নির্বাচনে আওয়ামী সমর্থিত শিক্ষকদের প্যানেল নীল দল ১০ অনুষদের নয়টিতে জয়ী হয়েছে। একটিতে জয় পেয়েছে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের প্যানেল সাদা দল। সোমবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সকাল থেকে দুপুর পর্যন্ত ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনার বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক কামাল উদ্দিন আহম্মেদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে নীল দল ১০ অনুষদের সবকটিতে প্রার্থী দিলেও সাদা দল প্রার্থী দেয় আটটিতে। দুটি অনুষদে নীল দলের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় সেগুলোতে ভোট হয়নি। সেগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন নীল দলের প্রার্থীরা। তারা হলেন- আর্থ এ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে টানা চতুর্থবারের মতো ডিন নির্বাচিত হয়েছেন দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল এবং আইন অনুষদে আইন বিভাগের অধ্যাপক রহমত উল্লাহ। প্রসঙ্গত, অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল টানা তিনবার ও অধ্যাপক ড. মোঃ রহমত উল্লাহ দুইবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিন নির্বাচিত হয়েছেন। কলা অনুষদে নীল দলের ইতিহাস বিভাগের অধ্যাপক আবু মোঃ দেলোয়ার হোসেন ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিম ১২৯ ভোট পেয়ে নির্বাচিত হন। ব্যবসায় শিক্ষা অনুষদে নীল দলের ব্যাংকিং এ্যান্ড ইন্স্যুরেন্স বিভাগের অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম ১৬১ ভোট পেয়ে নির্বাচিত হন। বিজ্ঞান অনুষদে নীল দলের রসায়ন বিভাগের অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী ১০২ ভোট পেয়ে নির্বাচিত হন। জীববিজ্ঞান অনুষদে নীল দলের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইমদাদুল হক ১১৩ ভোট পেয়ে নির্বাচিত হন। ফার্মেসি অনুষদে নীল দলের ক্লিনিক্যাল ফার্মেসি এ্যান্ড ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক এস এম আব্দুর রহমান ২৮ ভোট পেয়ে নির্বাচিত হন। চারুকলা অনুষদে নীল দলের অঙ্কন ও চিত্রায়ন বিভাগের নিসার হোসেন ৪৫ ভোট পেয়ে নির্বাচিত হন। ইঞ্জিনিয়ারিং এ্যান্ড টেকনোলজি অনুষদে সাদা দলের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক মোঃ হাসানুজ্জামান ৫২ ভোট পেয়ে নির্বাচিত হন।
×