ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বাড়ল

প্রকাশিত: ১১:৪৯, ৩০ এপ্রিল ২০১৯

যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় বাড়ল

যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় সাত বছরে এই প্রথম বৃদ্ধি পেয়েছে এবং এ বৃদ্ধিতে ট্রাম্প প্রশাসনের নীতি প্রতিফলিত হয়েছে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সোমবার এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করেছে। খবর এএফপির। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট (এসআইপিআরআই) বলেছে, সমগ্র বিশ্বেও সামরিক ব্যয় বৃদ্ধি পেয়েছে। এ বৃদ্ধির পরিমাণ ২ দশমিক ৬ শতাংশ এবং গতবছর সার্বিক সামরিক ব্যয় বৃদ্ধির পরিমাণ দাঁড়িয়েছে ১ দশমিক ৮ ট্রিলিয়ন ডলার। বিশ্বে দুবছর যাবত এ বৃদ্ধি অব্যাহত রয়েছে এবং ১৯৮৮ সালের পর বিশ্বে সামরিক ব্যয় সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে বলে রিপোর্টে বলা হয়েছে। এসআইপিআরআইয়ের আর্মস এ্যান্ড মিলিটারি এক্সপেনডিচার (এএমইএক্স) কর্মসূচীর পরিচালক অউদি ফ্লিউর‌্যান্ট বলেছেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের অধীন ২০১৭ থেকে নতুন অস্ত্র আইন কর্মসূচী বাস্তবায়নে এ ব্যয় বৃদ্ধির প্রয়োজন হয়। কেবল যুক্তরাষ্ট্রেরই সামরিক ব্যয় দাঁড়িয়েছে ৬শ’ ৪৯ বিলিয়ন ডলার। এ ব্যয় পরবর্তী ৮ দেশের সর্বোচ্চ সামরিক বাজেটের চেয়ে বেশি। কিন্তু যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ব্যয়ের পরিমাণের মতো চীনের ব্যয়ের পরিমাণ বিশ্বের সার্বিক ব্যয়ের পরিমাণ অতিক্রমের চেষ্টায় ভূমিকা রেখেছে বলে রিপোর্টে বলা হয়েছে। চীনের ব্যয় ২০০৯ থেকে ৮৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটি এদিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে এবং এরপরের অবস্থানে রয়েছে সৌদি আরব, ভারত ও ফ্রান্স। চীন ২০১৩ সালের পর থেকে সামরিক ব্যয়ের ওপর এর জিডিপি বা গ্রসডোমেস্টিক প্রোডাকশনের ১ দশমিক ৯ শতাংশ ব্যয় করেছে। রিপোর্টে বলা হয়, রাশিয়া ইতোমধ্যে সামরিক ব্যয়ের দিক থেকে শীর্ষ ব্যয়কারী পাঁচ দেশের পেছনে পড়ে গেছে।
×