ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইসির প্রতি নির্দেশনা চেয়ে সুপ্রীমকোর্টে কংগ্রেসের আবেদন

প্রকাশিত: ১১:৪৯, ৩০ এপ্রিল ২০১৯

ইসির প্রতি নির্দেশনা চেয়ে সুপ্রীমকোর্টে কংগ্রেসের আবেদন

ভারতীয় নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপি সভাপতি অমিত শাহর নির্বাচনী বিধি ভঙ্গের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিচ্ছে না বলে কংগ্রেস এক আবেদনে সুপ্রীমকোর্টে অভিযোগ দায়ের করেছে। কংগ্রেস এ ধরনের অভিযোগ বিষয়ে ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেয়ার জন্য নির্বাচন সংস্থার প্রতি নির্দেশনা চেয়ে শীর্ষ আদালতে আবেদন জানিয়েছে। খবর এনডিটিভি অনলাইনের। কংগ্রেস পার্লামেন্ট সদস্য সুস্মিতা দেব বলেছেন, নির্বাচন কমিশন প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহর বিরুদ্ধে তিন সপ্তাহ ধরে দলের অভিযোগের ওপর কোন সিদ্ধান্ত দিচ্ছে না। তিনি সিদ্ধান্ত গ্রহণের জন্য শীর্ষ আদালতের প্রতি অনুরোধ জানিয়েছেন। ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈই নেতৃত্বাধীন এক সুপ্রীমকোর্ট বেঞ্চ বলেছে, বেঞ্চ মঙ্গলবার কংগ্রেসের আবেদনের শুনানি করবে। সুস্মিতা দেব তার আবেদনে বলেছেন, প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ ভোটারদের মেরুকরণের জন্য বিভিন্ন সমাবেশে ভাষণে অবজ্ঞাপূর্ণ উক্তি ব্যবহার করেছেন এবং তাদের রাজনৈতিক প্রচারে সেনাবাহিনীর অভিযানের উল্লেখ করেছেন যদিও তাতে নির্বাচনী সংস্থার নিষেধাজ্ঞা রয়েছে। কংগ্রেস বলেছে, প্রধানমন্ত্রী মোদি গুজরাটে ২৩ এপ্রিল তার ভোট দেয়ার পর এক সমাবেশে ভাষণে নির্বাচন বিধি লঙ্ঘন করেছেন। নির্বাচন কমিশন এ বছরের প্রথমদিকে পুলওয়ামা সন্ত্রাসী হামলা ও বালাকোট বিমান হামলার প্রেক্ষাপটে নির্বাচনী প্রচারে সামরিক বাহিনীর উল্লেখ না করার জন্য রাজনৈতিক দলগুলোকে স্পষ্ট করে জানিয়েছিল। কংগ্রেস অভিযোগে বলেছে যে, এ সুস্পষ্ট নির্দেশনা সত্ত্বেও প্রধানমন্ত্রী মোদি ও অমিত শাহ নির্বাচনী সমাবেশে বিজেপি শাসনে সশস্ত্রবাহিনীর সামরিক অভিযানের বিষয়টি বারবার উল্লেখ করে। মোদি ১৭ এপ্রিল গুজরাটের সুরেন্দ্রনগর জেলায় এক প্রচার সমাবেশে দাবি করেন, তার সরকার পুলওয়ামা সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের ওই ধাপ্পাবাজের বিরুদ্ধে পদক্ষেপের আহ্বান জানান।অমিত শাহ রবিবার বিহারের সীতামার হিতে এক জনসমাবেশে দাবি করেন, মোদি সরকার দেশের সীমান্ত নিরাপদ রেখেছে এবং জাতীয় নিরাপত্তার প্রতি প্রধান অগ্রাধিকার দিয়েছে।
×