ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সোশ্যালিস্টরাই বড় দল ॥ স্পেনে সংসদ নির্বাচন

প্রকাশিত: ১১:৪৮, ৩০ এপ্রিল ২০১৯

সোশ্যালিস্টরাই বড় দল ॥ স্পেনে সংসদ নির্বাচন

স্পেনের জাতীয় নির্বাচনে জয় পেয়েছে ক্ষমতাসীন সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে দলটি। চার বছরের মধ্যে তৃতীয় এ নির্বাচনে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের দল ২৯ শতাংশ ভোট পেয়েছে। সরকার গঠন করতে হলে সোশ্যালিস্টদের বামপন্থী পোদেমোস অথবা আঞ্চলিক পার্টিগুলো কিংবা মধ্যডানপন্থীদের সহায়তা নিতে হবে। রবিবার অনুষ্ঠিত দেশটির এ নির্বাচনে পেদ্রো সানচেজের সোশ্যালিস্ট ওয়ার্কার্স পার্টি (পিএসওই) পেয়েছে ১২৩ আসন, রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) ৬৬ আসন, মধ্য-ডানপন্থী সিটিজেন্স পার্টি ৫৭ আসন, ইউনিদাস পোদেমোস ও মিত্ররা ৪২ আসন ও ভক্স পার্টি ২৪ আসন। দেশটিতে ১৯৭৫ সালে সামরিক শাসন অবসানের পর এই প্রথম কট্টর ডানপন্থীরা পার্লামেন্টে প্রবেশ করতে যাচ্ছে। বহুসংস্কৃতি, নারীবাদ ও অবাধ অভিবাসনের বিরোধী কট্টর ডানপন্থী ভক্স পার্টি। নির্বাচনের আরেকটি বড় দিক হলো পপুলার পার্টির (পিপি) জনপ্রিয়তায় ধস। ২০১৮ সালের মে মাসে পার্লামেন্টের আস্থা ভোটে হারার আগ পর্যন্ত দলটি স্পেনের ক্ষমতায় ছিল। আগের ১৩৭টি আসনের জায়গায় এবার দলটি মাত্র ৬৬টি আসন পেয়েছে। এ পর্যন্ত এটিই তাদের সবচেয়ে খারাপ নির্বাচনী ফল। নির্বাচনে ভোট পড়েছে ৭৫ দশমিক ৮ শতাংশ। গত কয়েক বছরের মধ্যে ভোট পড়ার হার সর্বোচ্চ। আর ২০১৬ সালের নির্বাচনের চেয়ে এটি ৯ শতাংশ বেশি। নির্বাচনে বিজয়ের পর উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে সানচেজ বলেছেন, সোশ্যালিস্ট পার্টির সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে অসমতার বিরুদ্ধে লড়াই, সহ-অবস্থান এগিয়ে নেয়া এবং দুর্নীতি থামানো। ভবিষ্যত জয়ী হয়েছে আর অতীত হেরে গেছে।’ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে তিনি ন্যূনতম মজুরি বৃদ্ধি, নারী প্রধান মন্ত্রিসভা গঠন এবং সুস্পষ্ট সম্মতি ছাড়া যৌনসম্পর্ককে ‘ধর্ষণ’ বিবেচনা করে আইন প্রণয়নের প্রতিশ্রুতি দিয়েছিলেন। নির্বাচনে সোশ্যালিস্টরা ১২৩ আসনে জয় পেয়েছে। তাদের সাবেক জোট মিত্র পোদেমোস জিতেছে ৪২ আসনে। সোশ্যালিস্ট পার্টির এই ফলকে প্রধানমন্ত্রী সানচেজের ব্যক্তিগত সাফল্য হিসেবে দেখা হচ্ছে। আগের বারের চেয়ে এবারের নির্বাচনে তার দলের ভোট ২৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কিন্তু সোশ্যালিস্ট ও পোদেমোস দলের মোট আসন স্পেনের ৩৫০ আসনের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১৭৬ আসন থেকে ১১টি কম। ছোট আঞ্চলিক দলগুলোর সমর্থন নিয়ে সানচেজ ওই শূন্যতা পূরণ করতে পারেন। যাদের মধ্যে বাস্ক ন্যাশনালিস্ট পার্টিও আছে। কিন্তু তিনি স্বাধীনতাপন্থী কাতালান দলগুলোরই সহায়তা চাইবেন বলে ধারণা করা হচ্ছে। গতমাসে তার সরকারের প্রতি এই দলগুলোর সমর্থন প্রত্যাহারের কারণেই নতুন জাতীয় নির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। নির্বাচনে সিউদেদেনোস পেয়েছে ৫৭টি আসন। তাদের সঙ্গে জোট করলে সরকার গঠন সহজ হবে সানচেজের জন্য। কিন্তু দলটির নেতা আলবার্ট রিভেরা সানচেজের কট্টর সমালোচক। কাতালানের বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে জোট করায় তিনি সানচেজের সমালোচনা করে তাকে ‘ফ্রাঙ্কেনস্টাইন সরকার’ বলে অভিহিত করেন। রবিবার সন্ধ্যায় যখন সানচেজ উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন, তখন তারা চিৎকার করে বলছিলেন, ‘রিভেরার সঙ্গে নয়।’ এ থেকে পরিষ্কার যে, সমর্থকরাও চান না যে, সিউদেদেনোসের সঙ্গে জোট হোক। আগের জোট সরকারের অংশীদার পোদেমোসের প্রধান পাবলো ইগলেসিয়াস রবিবার রাতে ধারণা দেন যে, আরেকটি বামপন্থী সরকার গঠন করা সম্ভব। কিন্তু নির্বাচনী ফলে দেখা যাচ্ছে, যেকোন বামপন্থী জোট করতে হলে কাতালানের স্বাধীনতাপন্থীদের ওপর নির্ভর করতে হবে। আর এটাকে ভিন্নভাবে দেখছে বিরোধীরা। পিপির ঐতিহাসিক পরাজয়ের মানে হচ্ছে মধ্যডানপন্থী সিউদেদেনোস (নাগরিক) ও ভক্সের সহায়তা নিয়েও ডানপন্থী জোট গঠন সম্ভব নয়। তবে দলটির নেতা পাবলো কাসাদো বলেছেন, তারা প্রধান বিরোধী দল হিসেবে থাকবেন। নির্বাচনে ভক্স পার্টি ১০ শতাংশের বেশি ভোট পেয়েছে এবং তাদের আসনের সংখ্যা ২৪টি। এটার সাফল্যকে কট্টর-ডানপন্থীদের জন্য বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কারণ ১৯৭৫ সালে স্পেনের স্বৈরশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর মৃত্যুর পর কখনও পার্লামেন্টের একটি আসনেও জিততে পারেনি দলটি। রক্ষণশীল পিপির সাবেক সদস্য সান্তিয়াগো এ্যাবাসকালের নেতৃত্বে অল্পকিছু দিনের মধ্যে দলটি পুনরুজ্জীবিত হয়েছে। তারা ‘স্পেনকে পুনরায় মহান’ করতে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। দলটি প্রথমবারের মতো দক্ষিণাঞ্চলীয় আন্দালুসিয়া অঞ্চলের স্থানীয় নির্বাচনে জয় পেয়েছে। তারা পিপি ও সিউদেদেনোসের মধ্য-ডানপন্থী জোটকে সমর্থন দিতে সম্মত হয়েছে। কট্টর ডানপন্থী তকমা প্রত্যাখ্যান করেছে ভক্স পার্টি। কিন্তু অভিবাসী ও ইসলাম সম্পর্কে তাদের মতাদর্শ তাদের কট্টর ডানপন্থী হিসেবে তুলে ধরে। সোশ্যালিস্ট পার্টির নেতা পেদ্রো সানচেজ বলেন, ‘স্পেনের জনগণের পক্ষ থেকে ইউরোপকে পরিষ্কার ও শক্তিশালী বার্তা দিয়েছি যে, প্রতিক্রিয়াশীল ও কর্তৃত্ববাদীদের পরাজিত করা সম্ভব।’ পিপির পাবলো কাসাদো বলেন, ‘ফল খুবই খারাপ হয়েছে। কারণ মধ্য-ডানপন্থীদের ভোট ভাগ হয়েছে। এর ফলে জয়ী হওয়া খুবই কঠিন হয়েছে।’ সিউদেদেনোসের প্রধান আলবার্ট রিভেরা বলেন, ‘আমরা স্বীকার করছি যে, অন্যরা নির্বাচনে বিজয়ী হয়েছে। তবে শীঘ্রই আমরা স্পেন শাসন করব।’ পোদেমোসের প্রধান পাবলো ইগলেসিয়াস বলেন, ‘আমরা আরও ভাল ফল আশা করেছিলাম।’ ভক্স পার্টির প্রধান সান্তিয়াগো এ্যাবাসকাল বলেন, ‘আমরা আপনাদের বলতে চাই, স্পেনকে পুনরায় জয় করতে শুরু করেছি। স্পেনের সকলকে পরিষ্কারভাবে বলতে চাই যে, ভক্স এখানে এসেছে টিকে থাকতে।’-বিবিসি ও গার্ডিয়ান
×