ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সেতু ভেঙ্গে ফার্নেস তেলবাহী তিন ওয়াগন খালে

প্রকাশিত: ১১:১৬, ৩০ এপ্রিল ২০১৯

সেতু ভেঙ্গে ফার্নেস তেলবাহী তিন ওয়াগন খালে

চট্টগ্রাম অফিস/হাটহাজারী সংবাদদাতা ॥ চট্টগ্রাম থেকে হাটহাজারী যাওয়ার পথে সেতু ভেঙ্গে খালে পড়েছে রেলের ফার্নেস অয়েলবাহী ওয়াগন। হাটহাজারীতে অবস্থিত ১০০ মেগাওয়াট বিদ্যুতকেন্দ্রে নিয়ে যাওয়া হচ্ছিল এই ফার্নেস অয়েল। সোমবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারী পৌর সদরের মধ্যম দেওয়াননগর এলাকায় এ ঘটনা ঘটে। রেলওয়ে পূর্বাঞ্চল সূত্র জানায়, চট্টগ্রামের সিজিপি ওয়াই ইয়ার্ড থেকে ফার্নেস অয়েল নিয়ে হাটহাজারী বিদ্যুতকেন্দ্রে যাচ্ছিল ওয়াগন তিনটি। বেলা তিনটার দিকে দুর্ঘটনায় পতিত হয় ওয়াগন তিনটি। নাজিরহাটমুখী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন অফিসার মোহাম্মদ নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, তিনটি ওয়াগনের প্রতিটিতে ৪২ টন করে ফার্নেস অয়েল ছিল। হাটহাজারীর পৌর সদরের দেওয়াননগর এলাকায় খালের ওপর সেতুতে উঠতে গিয়ে ওয়াগনগুলো লাইনচ্যুত হয়ে উল্টে যায়।
×