ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মানসিক ভারসাম্যহীনকে বাঁচাতে

প্রকাশিত: ১১:১৪, ৩০ এপ্রিল ২০১৯

মানসিক ভারসাম্যহীনকে বাঁচাতে

মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিতে প্রায় এক কিলোমিটার রাস্তা পেছনের দিকে চলল যাত্রীবাহী একটি ট্রেন। ভারতের রাজস্থানের অতরু-সালপুরা রেলস্টেশনে এ ঘটনা ঘটে। কোটা-বীনা এক্সপ্রেস নামের একটি ট্রেনে মানসিক ভারসাম্যহীন ভাই রাজেন্দ্রকে নিয়ে চড়েছিলেন বিনোদ। মাঝপথে রাজেন্দ্র ট্রেন থেকে লাফিয়ে পড়েন। ভাইকে বাঁচাতে বিনোদও ট্রেন থেকে ঝাঁপ দেন। তাদের সঙ্গে ছিলেন সুরেশ বর্মা নামের এক চাচাত ভাই। তিনি জানান, গত ২৫ এপ্রিল ভোর সাড়ে ৩টার দিকে অশোকনগর স্টেশনে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেন রাজেন্দ্র। ভাইকে ধরতে চেইন টেনে ট্রেন থামান তারা। এজন্য অশোকনগর রেলপুলিশ তাদের জরিমানা করে। লাফিয়ে পড়া রাজেন্দ্রকে নিয়ে সেখান থেকে আবার জয়পুরগামী ট্রেনে ওঠেন। কিন্তু সেই ট্রেন যখন সলপুরা এলাকা দিয়ে যাচ্ছিল তখন আবারও ঝাঁপ দেন রাজেন্দ্র। তাকে ধরতে বিনোদও ট্রেন থেকে লাফিয়ে পড়েন। চলন্ত ট্রেন থেকে পড়ে দু’জনই আহত হন। রাজেন্দ্রকে ঝাঁপ দিতে দেখে ট্রেনের এক যাত্রী চেইন টেনে ট্রেন থামান। পরে তাদের এ্যাম্বুলেন্সে পৌঁছে দিতে প্রায় এক কিলোমিটার পর্যন্ত পিছিয়ে যায় ট্রেনটি। আহতদের নিয়ে নিকটবর্তী স্টেশনে পৌঁছে দেয়া হয় তাদের। সেখান থেকে এ্যাম্বুলেন্সে করে দুই ভাইকে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়। -ওয়েবসাইট
×