ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৪০ ডিগ্রী

প্রকাশিত: ১১:১২, ৩০ এপ্রিল ২০১৯

সর্বোচ্চ তাপমাত্রা রাজশাহীতে ৪০ ডিগ্রী

স্টাফ রিপোর্টার ॥ সারাদেশের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের হাত থেকে রেহাই পেতে এখনই কোন সুখবর দিতে পারেনি আবহাওয়া অফিস। তারা জানায়, এই অবস্থা আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে। আগামী এক তারিখের পর চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। তবে এতে পরিস্থিতি তেমন কোন পরিবর্তন হবে না। তারা বলছে, তাপমাত্রা কমার কোন লক্ষণ এখই দেখা যাচ্ছে না। প্রায় প্রতিদিনই বেড়ে যাচ্ছে। ফলে প্রকৃতির দাবদাহে অতিষ্ঠ জনজীবন। ঘরে-বাইরে কোথাও স্বস্তি নেই। গরমের হাত থেকে একটু স্বস্তির আশায় হাহাকার চলছে দেশজুড়ে। সোমবার রাজশাহীতে সর্বোচ্চ ৪০ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এর মধ্যে গত শনিবার সাগরে জন্ম দিয়েছে একটি ঘূর্ণিঝড়। আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড় ফণির কারণেই তাপমাত্রা আরও বেড়ে যাচ্ছে। এই ঘূর্ণিঝড় বিস্তীর্ণ এলাকা থেকে মেঘ টেনে নিয়ে যাচ্ছে। ফলে সূর্যতাপের পুড়ছে সারাদেশ। সোমবার দেশের তাপমাত্রা ৪০-এ চলে এসেছে যা এই মৌসুমে সর্বোচ্চ। রাজশাহীতে এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে রাজধানীর ঢাকার তাপমাত্রা বাড়ছে। সোমবার ৩৬.৩ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিকে তাপমাত্রা যেমন বেড়ে চলেছে সেই সঙ্গে আর্দ্রতা বাড়ায় গরমের অস্বস্তি বাড়ছে সমান হারে। গরমে রাতের আরামের ঘুম যেন হারাম হয়ে যাচ্ছে। আবহাওয়াবিদ আফতাব আহমেদ জানান, আর কয়েকদিন এই অবস্থা চলতে পারে। আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় ফণি আরও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। অন্ধ্র প্রদেশ তামিলনাড়ুর অভিমুখে থাকলে শেষ পর্যন্ত এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে বেশি। ফণির প্রভাবেই গরমের মাত্রাও বাড়ছে। তারা জানায়, আগামী রবি অথবা সোমবার নাগাদ ঘূর্ণিঝড়টি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে। তখন ঝড়ে পাশাপাশি এর প্রভাবে উপকূলীয় এলাকা ছাড়া দেশের অন্যত্র বৃষ্টিপাত হতে পারে। রাজশাহী ॥ তাপমাত্রার পারদ উঠেই চলেছে রাজশাহী অঞ্চলে। ফলে কয়েকদিনের আগুনমুখো আবহাওয়ায় নাকাল হয়ে পড়েছে রাজশাহীর জনজীবন। ট্যাপ দিয়ে বের হচ্ছে গরম পানি। সূর্যকিরণে শরীরের চামড়া পুড়ে যাওয়ার উপক্রম হয়েছে। ঘরে-বাইরে কোথাও স্বস্তি মিলছে না। এ অবস্থায় সর্বশেষ সোমবার রাজশাহীর তাপমাত্রা উঠেছে ৪০ ডিগ্রী সেলসিয়াস। একদিন আগে রবিবার মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৯ দশমিক ৯ ডিগ্রী সেলসিয়াস।
×