ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোটগ্রহণ

প্রকাশিত: ১১:১১, ৩০ এপ্রিল ২০১৯

লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোটগ্রহণ

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ২৯ এপ্রিল সোমবার সকাল থেকে ভোটকেন্দ্রগুলোতে সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে নিজেদের রায় দেন ভোটাররা। এ দফায় ৯ রাজ্যে ৭২ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ পর্বের মোট ভোটার ১২ কোটিরও বেশি। খবর আনন্দবাজার, টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভির। সোমবার মহারাষ্ট্রের ১৭ আসনে, রাজস্থান ও উত্তর প্রদেশের ১৩ করে, পশ্চিমবঙ্গের ৮, মধ্যপ্রদেশ ও উড়িষ্যার ছয়টি করে, বিহারের পাঁচটি, ঝাড়খ-ের তিনটি এবং জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ আসনের একটি অংশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সোমবারের নির্বাচনে ৯ রাজ্যের ৭২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন মোট ৯৫৭ জন প্রার্থী। এদের মধ্যে বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীও ছিলেন। তারা হলেন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক সভাপতি কানহাইয়া কুমার, সাবেক কেন্দ্রীয় মন্ত্রী মিলিন্দ দেওরা, অখিলেশ যাদবের স্ত্রী ডিম্পল যাদব, কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, গিরিরাজ সিং, অভিনেত্রী মুনমুন সেন প্রমুখ। যে কেন্দ্রগুলোতে ভোট হচ্ছে তার মধ্যে গত লোকসভা নির্বাচনে ৫৬তেই জিতেছিল বিজেপি ও দলটির সহযোগীরা। কংগ্রেসের দখলে ছিল মাত্র দুইটি আসন। আসানসোলে বিজেপি-তৃণমূল সংঘর্ষ, বাবুল সুপ্রিয়র গাড়ি ভাংচুর ॥ ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলে লোকসভা নির্বাচনে ভোটগ্রহণের সময় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সোমবার সকালে এ উত্তেজনা ছড়িয়ে পড়ে। সে সময় বারাবানিতে একটি ভোটকেন্দ্রের সামনে বিজেপি প্রার্থী ও কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়’র গাড়ি ভাংচুর করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে। চতুর্থ দফাতেও অশান্তি রাজ্যে, জেমুয়ায় লাঠিচার্জ পুলিশের ॥ স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে জেমুয়ার ভাদুবালা স্কুলে ভোটগ্রহণ শুরু হয়। কিন্তু ভোট দিতে এসে বুথে রাজ্য পুলিশকে দেখে বেঁকে বসেন স্থানীয় মানুষ। মমতার ৪০ এমপির ‘বিজেপিতে’ যোগ দেয়ার খবর দিলেন মোদি ॥ ভারতের প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদি পশ্চিমঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর উদ্দেশে বলেছেন, তৃণমূল কংগ্রেসের ৪০ জন এমপির সঙ্গে তার যোগাযোগ হয়েছে। সেসব এমপি লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরপরই দলত্যাগ করবেন। ভারতীয় টেলিভিশন চ্যানেল এনডিটিভির এক অনলাইন প্রতিবেদনে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোমবার পশ্চিমবঙ্গের হুগলি জেলায় এক নির্বাচনী প্রচারণা সমাবেশে গিয়ে এমন দাবি করেন।
×