ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেখ ফজলে ফাহিম এফবিসিসিআইর নতুন সভাপতি

প্রকাশিত: ১১:১০, ৩০ এপ্রিল ২০১৯

শেখ ফজলে ফাহিম এফবিসিসিআইর নতুন সভাপতি

অর্থনৈতিক রিপোর্টার ॥ ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের নতুন সভাপতি হয়েছেন শেখ ফজলে ফাহিম। মুনতাকিম আশরাফ সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ফেডারেশন ভবনে নির্বাচিত ৭১ পরিচালকের প্রথম সভায় ২০১৯-২১ মেয়াদের জন্য নতুন কমিটি নির্বাচন করা হয় বলে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান অধ্যাপক আলী আশরাফ জানান। এফবিসিসিআইয়ের ২২তম সভাপতি শেখ ফজলে ফাহিম আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ছেলে। গোপালগঞ্জ চেম্বারের প্রতিনিধি ফাহিম এফবিসিসিআই সভাপতির দায়িত্বে সফিউল ইসলাম মহিউদ্দিনের স্থলাভিষিক্ত হলেন। এছাড়া এফবিসিসিআইয়ের সহ সভাপতির পদ এবার দুটি থেকে বাড়িয়ে সাতটি করা হয়েছে। জ্যেষ্ঠ সহসভাপতির সঙ্গে চেম্বার ও এ্যাসোসিয়েশন গ্রুপ থেকে তিনজন করে মোট ছয়জনকে নির্বাচিত করা হয়েছে সহসভাপতি হিসেবে। চেম্বার গ্রুপ থেকে সহসভাপতি নির্বাচিত হয়েছেন হাসিনা নেওয়াজ, রেজাউল করিম রেজনু ও দিলিপ কুমার আগারওয়াল। আর এ্যাসোসিয়েশন গ্রুপ থেকে সহসভাপতি হয়েছেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান, মীর নিজাম উদ্দিন আহমেদ এবং নিজাম উদ্দিন রাজেশ। এদিকে, ফেডারেশনের চেম্বার ও এ্যাসোসিয়েশন গ্রুপ এবং এফবিসিসিআইর সাবেক সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতিরা এবারের নির্বাচনে শেখ ফজলে ফাহিমের নেতৃত্বাধীন প্যানেল সম্মিলিত ব্যবসায়ী পরিষদকে নিরঙ্কুশ সমর্থন জানান। আর কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় ভোটাভুটির প্রয়োজন হয়নি এবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারী শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি সালমান এফ রহমানও নির্বাচনের ফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন। এ সময় নতুন সভাপতি শেখ ফজলে ফাহিমকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ব্যবসা খাতের নেতৃত্ব আমরা পরবর্তী প্রজন্মের কাছে হস্তান্তর করছি। নব-নির্বাচিত সভাপতি, জ্যেষ্ঠ সহ-সভাপতি ও সহ-সভাপতিবৃন্দ এবং বোর্ডের অধিকাংশই নতুন প্রজন্মের প্রতিনিধিত্ব করছে। এটি ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ।
×