ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

না’গঞ্জে দু’টি হিমাগার থেকে চার শ’ টন পচা খেজুর জব্দ, জরিমানা

প্রকাশিত: ১০:৫৭, ৩০ এপ্রিল ২০১৯

না’গঞ্জে দু’টি হিমাগার থেকে চার শ’ টন পচা খেজুর জব্দ, জরিমানা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের ফতুল্লার ধর্মগঞ্জে দুইটি কোল্ডস্টোরেজে (হিমাগার) অভিযান চালিয়ে প্রায় ৪শ’ ১০ টন খাবার অনুপযোগী পচা ও মেয়াদোত্তীর্ণ খেজুর জব্দ করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের নেতৃত্বে র‌্যাব-১১ সদস্যরা ধর্মগঞ্জের শাহিন এ্যান্ড ব্রাদার্র্স কোল্ড স্টোরেজ ও আদর্শ কোল্ড স্টোরেজে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় র‌্যাব-১১ বিপুলসংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। শাহিন এ্যান্ড ব্রাদার্স কোল্ড স্টোরেজের ভেতরে পচা, মেয়াদোত্তীর্ণ খেজুর নতুন প্যাকেটে ভরে বাজারজাত করার সুযোগ দেয়ার অভিযোগে শাহিন কোল্ড স্টোরেজের মালিককে ৫০ লাখ টাকা জরিমানা করা হয়।
×