ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সংসদে সমাজ কল্যাণ বিল পাস

প্রকাশিত: ১০:৫৬, ৩০ এপ্রিল ২০১৯

সংসদে সমাজ কল্যাণ বিল পাস

সংসদ রিপোর্টার ॥ সমাজের সুবিধাবঞ্চিত ও দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে আর্থিক অনুদান এবং সমাজকল্যাণ কাজে নিয়োজিত ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ, অনুদান ও স্বীকৃতি প্রদানের বিধান রেখে ‘জাতীয় সমাজকল্যাণ পরিষদ বিল, ২০১৯’ পাস করেছে সংসদ। ডেপুটি স্পীকার এ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে একাদশ সংসদের দ্বিতীয় অধিবেশনের বৈঠকে সোমবার বিলটি কণ্ঠভোটে পাস হয়। বিলটি পাসের প্রস্তাব করেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। এর আগে বিলের ওপর আনীত সংশোধনী, বাছাই কমিটিতে প্রেরণ ও জনমত যাচাইয়ের প্রস্তাব কণ্ঠভোটে নাকচ হয়ে যায়।
×