ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া স্থগিত

প্রকাশিত: ১০:৫৬, ৩০ এপ্রিল ২০১৯

ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগ প্রক্রিয়া স্থগিত

স্টাফ রিপোর্টার ॥ পরীক্ষায় অনিয়মের অভিযোগে ওঠায় রাজধানীর নামী প্রতিষ্ঠান ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়া স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে তিনদিনের মধ্যে অভিযোগ তদন্ত করে রিপোর্ট দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরকে নির্দেশ দেয়া হয়েছে। এদিকে অনিয়মের অভিযোগ ওঠায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল পর্যায়ের শিক্ষক-কর্মচারী পদে নিয়োগ স্থগিত রাখার নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের পৃথক আদেশে দুটি প্রতিষ্ঠানের নিয়োগ স্থগিত করা হয়েছে। জানা গেছে, রাজধানীর ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগে গত ২৬ এপ্রিল লিখিত পরীক্ষা নেয়া হয়, এতে ১৫ প্রার্থীর মধ্যে ১৩ জন অংশ নেন। পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে এক প্রার্থী ও এক অভিভাবক শিক্ষা মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করা হয়েছে। প্রতিবন্ধী স্কুল এমপিওভুক্তিসহ ৬ দফা দাবিতে শিক্ষকদের অবস্থান ॥ প্রতিবন্ধী স্কুলের স্বীকৃতি ও এমপিওভুক্তিসহ ৬ দফা দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করছেন শিক্ষকরা। সোমবার দ্বিতীয় দিনের অবস্থানে ‘বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের সংগঠনের’ ব্যানারে নিজেদের দাবি তুলে ধরেন তারা। এ সময় সংগঠনের আহ্বায়ক নাসির উদ্দিন রাসেল জানান, প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর মাধ্যমে বিগত কয়েক বছর ধরে প্রতিবন্ধীদের শিক্ষা, থেরাপি, জীবন দক্ষতার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বিদ্যালয়গুলোর চেষ্টার মাধ্যমে প্রতিবন্ধীরা দেশের অর্থনীতিতে ভূমিকা রাখতে পারছে। কিন্তু, গত পাঁচ-ছয় বছর ধরে প্রতিবন্ধী বিদ্যালয় স্বীকৃতি অনুমোদনের অভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিদর্শন করা এসব বিদ্যালয়ের একাডেমিক স্বীকৃতি প্রদান একান্ত জরুরী। এমপিও ছাড়া বিদ্যালয়ের শিক্ষকরা মানবেতর জীবনযাপন করছে। তাই, ৬ দফা দাবিতে আন্দোলনে নেমেছে শিক্ষক সমাজ।
×