ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সরকারী চাকরিতে বয়সসীমা ৩৫ না হলে ঈদের পর দেশ অবরোধ

প্রকাশিত: ১০:৫৫, ৩০ এপ্রিল ২০১৯

সরকারী চাকরিতে  বয়সসীমা ৩৫ না হলে ঈদের পর দেশ অবরোধ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ সরকারী চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়িয়ে ৩৫ করার দাবি না মানা হলে বৃহত্তর কর্মসূচী দেবে বলে জানিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ। তারা বলছে, দাবি মানা না হলে আগামী রমজানের ঈদের পর দেশ অবরোধের মতো বৃহত্তর কর্মসূচী দেবে। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব কথা বলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহ্বায়ক হারুন অর রশিদ। সরকারী চাকরিতে যোগদানের বয়স ৩৫ করা যাবে না- জাতীয় সংসদে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের এমন বক্তব্যের প্রতিক্রিয়ায় তারা এ হুঁশিয়ারি দেয়। সাধারণ ছাত্র পরিষদ বলছে, তার এ কথা ডাহা মিথ্যা ছাড়া আর কিছু নয়। হারুন অর রশিদ বলেন, আমরা জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তার বক্তব্য প্রত্যাহার ও চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম ৩৫ করার আহ্বান জানাচ্ছি। যদি আগামী রোজার ঈদের আগে এ সিদ্ধান্ত না নেয়া হয়, তাহলে ঈদের পর অবরোধের মতো কর্মসূচী দেয়া হবে। অংশগ্রহণের জন্য চাকরির বয়সসীমা ৩৫ বছর প্রত্যাশীদের মানসিকভাবে প্রস্তুতি নেয়ার অনুরোধ জানান তিনি।
×