ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিগবাজার সুপার শপে অভিযান, বিএসটিআইর মামলা

প্রকাশিত: ১০:৫৪, ৩০ এপ্রিল ২০১৯

বিগবাজার সুপার শপে অভিযান, বিএসটিআইর মামলা

স্টাফ রিপোর্টার ॥ কলকাতার বিগবাজারের ব্র্যান্ড ইমেজকে পুঁজি করার জন্য রাজধানীর ওয়ারী এলাকায় গড়ে তোলা হয় মেসার্স বিগবাজার সুপার শপ। ক্রেতারাও প্র্রথম প্রথম হুমড়ি খেয়ে পড়ত। কিন্তু এই বিগবাজারে এত দু’নম্বরী কাজ কারবার চলে, তা কেবল ভুক্তভোগীরাই জেনেছে। এমনই এক প্রতারিত ক্রেতার অভিযোগের ভিত্তিতে সেখানে চালানো হয় অভিযান। রমজানকে সামনে রেখে সুকারি ব্রান্ডের খেজুরের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ বৃদ্ধি এবং ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় তাৎক্ষণিক মামলা দায়ের করে বিএসটিআই। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ওজন ও পরিমাপ মানদ- আইন-২০১৮ লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। একই অভিযোগে আরও তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার বিএসটিআইর সার্ভিল্যান্স টিম ওয়ারী, সায়েদাবাদ ও নবাবপুর রোড এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে। বিএসটিআই জানিয়েছে, অভিযুক্ত ৪টি প্রতিষ্ঠানের মধ্যে ওয়ারী এলাকার মেসার্স বিগবাজার সুপার শপের সুকারি ব্রান্ডের খেজুরের প্যাকেটে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ ও ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় এবং মেসার্স এম.এ খান এ্যান্ড কোং প্রতিষ্ঠানটি পুরনো পদ্ধতির অবৈধ গ্যালন চোঙের মাধ্যমে জ্বালানি তেল বিক্রয় করায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এছাড়া সায়েদাবাদ এলাকার মেসার্স মর্নিং ফুড এ্যান্ড বেকারির উৎপাদিত মর্নিং ব্রান্ডের স্পেশাল টোস্ট বিস্কুট এবং নবাবপুর রোড এলাকার মেসার্স কুসুম কনফেকশনারির উৎপাদিত কুসুম ব্রান্ডের ব্রেডের লেবেলে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ ও ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় মামলা দায়ের করা হয়। সংস্থার সহকারী পরিচালক মোঃ মোন্নাফ হোসেনের নেতৃত্বে এই অভিযানে সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার, পরিদর্শক মোঃ রাকিবুল আলম ও মোঃ বিলাল হোসেন অংশ নেন।
×