ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আজ বাংলাদেশ-মঙ্গোলিয়া সেমির লড়াই

প্রকাশিত: ১০:৫৩, ৩০ এপ্রিল ২০১৯

আজ বাংলাদেশ-মঙ্গোলিয়া সেমির লড়াই

রুমেল খান ॥ ‘বঙ্গমাতা অনুর্ধ-১৯ নারী আন্তর্জাতিক গোল্ড কাপ’ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে আজ স্বাগতিক বাংলাদেশের মুখোমুখী মঙ্গোলিয়া। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। নিজেদের গ্রুপ ম্যাচে বাংলাদেশ ২-০ গোলে সংযুক্ত আরব আমিরাত এবং ২-১ গোলে কিরগিজস্তানকে হারিয়ে গ্রুপসেরা হওয়ার পাশাপাশি সেমিতে নাম লেখায়। পক্ষান্তরে নিজেদের গ্রুপ ম্যাচে পূর্ব এশিয়ার দেশ মঙ্গোলিয়া তাজিকিস্তানকে ৩-০ গোলে হারায়। তবে পরের ম্যাচে লাওসের কাছে হেরে যায় ০-৫ গোলে। তারপরও গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারে চলে যায় তারা। বাংলাদেশ দলের জন্য খারাপ খবর হচ্ছে ইনজুরির কারণে আজ তারা সার্ভিস পাবে না তাদের দুই ফরোয়ার্ড কৃষ্ণা রানী সরকার এবং সিরাত জাহান স্বপ্নাকে। মঙ্গোলিয়ার কোচ কাওয়ামুতো প্রত্যাশা করছেন একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের, ‘বাংলাদেশের সব থেকে শক্তিশালী অংশ হচ্ছে তাদের আক্রমণভাগ। তারা দুই দিক থেকে আক্রমণ করে। আমাদের লক্ষ্য থাকবে সেগুলো নষ্ট করা। দু’দলের শক্তিতে তেমন কোন পার্থক্য নেই। আশা করছি একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’ দলের অধিনায়ক উন্দ্রালির ভাষ্য, ‘সেমিফাইনালে বাংলাদেশ এগিয়ে থাকবে। তবে আমাদের জয়ের ভাল সুযোগ এটা।’ তবে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন জানান তারা যে পূর্বের কৌশলেই মাঠে নামবেন তা ঠিক নয়। ম্যাচের অবস্থা বুঝে যে কোন সময় পরিবর্তন হতে পারে পরিকল্পনা। তবে মঙ্গোলিয়াও গ্রুপে খেলে আসা কিরগিজস্তান এবং সংযুক্ত আরব আমিরাতের সমশক্তির দল বলেই মনে করছেন ছোটন। তাই শিষ্যদের স্বাভাবিক খেলাটাই খেলতে পরামর্শ দিচ্ছেন তিনি। তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক লক্ষ্য ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠা। মেয়েরা সেটা খুব ভালভাবেই করতে পেরেছে। এই জন্য তাদের ধন্যবাদ জানাই। অনেক দিন পর মাঠে অনেক দশক এসেছেন। মাঠে এসে মেয়েদেও উৎসাহ দেয়ার জন্য দর্শকদেরও ধন্যবাদ জানাই।’ ছোটন আরও জানান, ‘অতিরিক্ত সময় এবং টাইব্রেকারের বিষয়টি আমাদের মাথায় আছে। এজন্য মেয়েরা কঠোর অনুশীলন করছে। যদি নির্ধারিত ৯০ মিনিট ড্র হয়, এরপর অতিরিক্ত ৩০ মিনিট খেলা। আশা করছি যে এটা আমাদের মেয়েদের জন্য সমস্যা হবে না।’ এখন দেখার বিষয়, মঙ্গলবার মঙ্গোলিয়াকে হারিয়ে তাদের অমঙ্গল ঘটিয়ে বাংলাদেশ ফাইনালে যেতে পারে কি না।
×