ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় মন্ত্রিসভায় শোক ও নিন্দা

প্রকাশিত: ১০:৫৩, ৩০ এপ্রিল ২০১৯

শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় মন্ত্রিসভায় শোক ও নিন্দা

বিশেষ প্রতিনিধি ॥ শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় শোক ও নিন্দা জানিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শোক ও নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন। এছাড়া সাংস্কৃতিক বিনিময়ে লেবাননের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এ জন্য একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। পাশাপাশি মন্ত্রিসভা ‘বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র আইন, ২০১৮’-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে। বৈঠকে শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সমন্বয় ও সংস্কার) মোঃ শামসুল আরেফিন বলেন, বিগত ২১ এপ্রিল শ্রীলঙ্কার রাজধানী কলম্বোসহ পার্শ্ববর্তী শহরতলির আটটি স্থানে সংঘটিত সন্ত্রাসী বোমা হামলায় ২৫৩ ব্যক্তি নিহত এবং ৫০০ আহত হওয়ায় মন্ত্রিসভা শোক ও গভীর দুঃখ প্রকাশ করে শোক প্রস্তাব গ্রহণ করেছে। তিনি বলেন, এই বর্বরোচিত হামলায় বাংলাদেশের একাদশ জাতীয় সংসদের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের ৮ বছর বয়সী নাতি জায়ান চৌধুরী শ্রীলঙ্কার সাংগ্রিলা হোটেলে নাস্তা করার সময় নিহত এবং জায়ানের বাবা মশিউল হক চৌধুরী মারাত্মকভাবে আহত হন। সিনিয়র সচিব বলেন, অপ্রত্যাশিত এই অমানবিক ন্যক্কারজনক ঘটনায় বিশ্ববাসীর সঙ্গে বাংলাদেশের জনগণও গভীরভাবে মর্মাহত। সারা বিশ্বের শান্তিকামী মানুষ ও বিশ্ব নেতাদের সঙ্গে একাত্ম হয়ে মন্ত্রিসভা গভীর শোক এবং দুঃখ প্রকাশ করছে। বাংলাদেশ সরকার এই সন্ত্রাসী হামলার বিরুদ্ধে তীব্র নিন্দা জ্ঞাপন করছে। তিনি আরও বলেন, মন্ত্রিসভা এই সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনাসহ তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা, আন্তরিক সহমর্মিতা ও সুদৃঢ় সংহতি প্রকাশ করছে এবং আহত ব্যক্তিদের সুচিকিৎসা ও দ্রুত আরোগ্য কামনা করছে। এছাড়া সাংস্কৃতিক বিনিময়ে লেবাননের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ। এ জন্য একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে লেবানন সরকারের সঙ্গে স্বাক্ষরের জন্য ‘এগ্রিমেন্ট অন কালচারাল কো-অপারেশন বিটুইন দ্য গবর্নমেন্ট অব দ্য রিপাবলিক অব লেবানন এ্যান্ড দ্য গবর্নমেন্ট অব দ্য পিপলস রিপাবলিক অব বাংলাদেশ’ শীর্ষক খসড়া অনুমোদন দেয়া হয়েছে।
×