ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে ৫ পুলিশ প্রত্যাহার

প্রকাশিত: ০৮:৫৭, ২৯ এপ্রিল ২০১৯

ইয়াবা দিয়ে ফাঁসানোর অভিযোগে ৫ পুলিশ প্রত্যাহার

অনলাইন রিপোর্টার ॥ ময়মনসিংহের গৌরীপুরে ফ্লেক্সিলোপ ব্যবসায়ীকে ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে ৫ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন গৌরীপুর থানা থেকে তাদের প্রত্যাহার করেন। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (গৌরীপুর সার্কেল) সাখের হোমেন সিদ্দিকী পুলিশ সদস্যদের প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের জিজ্ঞাসাবাদের জন্য ময়মনসিংহ পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহারকৃত পাঁচ পুলিশ সদস্যরা হলেন- গৌরীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল, রুহুল আমিন, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন, কামরুল ইসলাম ও কনস্টেবল আল আমিন। এর আগে গতকাল রবিবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১ দিকে গৌরীপুরের রামগোপালপুর বাজারে এক ফ্লেক্সিলোড ব্যবসায়ীকে ফাঁসানোর চেষ্টা করে। এ সময় স্থানীয়রা ৫ পুলিশ সদস্যকে আটক করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়ক অবরোধ করে। পরে গৌরীপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে।
×