ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ভায়েকানোর মাঠে রিয়ালের হার

প্রকাশিত: ২২:৫৬, ২৯ এপ্রিল ২০১৯

ভায়েকানোর মাঠে রিয়ালের হার

অনলাইন ডেস্ক ॥ আগের ম্যাচে গেটাফের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে পয়েন্ট হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। এবার অবনমনে চলে যাওয়া রায়ো ভায়েকানোর বিপক্ষে হার নিয়ে ফিরেছে জিনেদিন জিদানের দল। স্প্যানিশ লা লিগায় গতকাল রাতে এস্তাদিও ডি ভ্যালেকাসে রায়ো ভায়েকানোর বিপক্ষে খেলতে নামে রিয়াল। প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে হেরেছে লস ব্লাঙ্কোসরা। স্বাগতিকদের হয়ে একমাত্র গোলটি করেন অদ্রি এমবারবা। দলের ফর্মে থাকা তারকা স্ট্রাইকার করিম বেনজেমার অভাব কাল ভালোই বোধ করতে পেরেছে রিয়াল। আগের পাঁচ ম্যাচে ৮ গোল করে মাদ্রিদের দলটিকে ছন্দে রেখেছিলেন তিনি। কিন্তু কাল চোটের কারণে মাঠে নামতে পারেননি ফরাসি এ তারকা। প্রতিপক্ষের মাঠে বেনজেমার ঘাটতি কিছুতেই পূরণ করতে পারেননি গ্যারেথ বেল ও ইসকোরা। প্রতিপক্ষের মাঠে শেষপর্যন্ত হার নিয়ে ফিরলেও শুরুতে আক্রমণাত্মক ছিল রিয়াল। ম্যাচের পঞ্চম মিনিটে মার্সেলোর ২৫ গজ দূর থেকে নেওয়া বাঁকানো শট ফেরান ভায়েকানোর গোলরক্ষক। এরপর আক্রমণে ফিরে গোলের দেখা পায় স্বাগতিকরা।দশম মিনিটে হোসে আনহেল পোসোর শট ফিরিয়ে রিয়ালের ত্রাতা থিবো কোর্তোয়া। আট মিনিট পর পোসোর আরেকটি প্রচেষ্টাও ফেরান বেলজিয়ান এই গোলরক্ষক। ২৩তম মিনিটে সফল স্পট কিকে আদ্রি এমবারবা ভায়েকানোকে এগিয়ে নেন। ডি-বক্সে হাভি গেররাকে হেসুস ভাইয়েহো ফাউল করলে ভিএআরের সাহায্য নিয়ে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ম্যাচের বাকি সময়ে আর কেউ গোল না পেলে ১-০ গেলে জয় নিয়ে নিয়ে মাঠ ছাড়ে ভায়েকানো। লিগে এ হারের পর ৩৫ ম্যাচে ২০ জয় ও পাঁচ ড্রয়ে ৬৫ পয়েন্ট নিয়ে লা লিগায় তৃতীয় স্থানে আছে রিয়াল। সমান ম্যাচে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের পয়েন্ট ৭৪। ৮৩ পয়েন্ট নিয়ে তিন ম্যাচ হাতে রেখেই এবার লিগ শিরোপা নিশ্চিত করেছে বার্সেলোনা। আর ৩৫ ম্যাচে আট জয় ও সাত ড্রয়ে ৩১ পয়েন্ট নিয়ে ১৯তম অবস্থানে রয়েছে গতকাল রিয়ালকে হারানো ভায়েকানো।
×