ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

শ্রীলঙ্কা হামলার হোতার বাবা-ভাই বন্দুকযুদ্ধে নিহত

প্রকাশিত: ১৩:১৪, ২৯ এপ্রিল ২০১৯

 শ্রীলঙ্কা হামলার হোতার  বাবা-ভাই বন্দুকযুদ্ধে  নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ ইস্টার সানডের দিন শ্রীলঙ্কায় একযোগে বোমা হামলার সন্দেহভাজন মূল পরিকল্পনাকারী মোহাম্মদ জাহরান হাশিমের বাবা ও তার দুই ভাই নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। নিহতরা হলেন, জাইনি হাশিম, রিলওয়ান হাশিম এবং তাদের বাবা মোহাম্মদ হাশিম। দুই দিন আগে শুক্রবার সন্ধ্যায় শ্রীলঙ্কার পূর্ব উপকূলের আমপারা জেলার সাইন্থামারুথুর একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। খবর ইয়াহু নিউজের। জাহরানের পরিবারের সদস্যরা ওই বাড়িতে আত্মগোপন করে আছে বলে পুলিশের কাছে খবর ছিল। রাতভর গোলাগুলির পর পুলিশ সেখান থেকে ছয় শিশুসহ ১৫ জনের মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, ওই বাড়িতে অভিযান শুরু হলে ভেতরে থাকা বন্দুকধারীরা গুলি চালায়। গোলাগুলির মধ্যেই তিন ব্যক্তি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে তিন শিশু ও তিন নারীও নিহত হন। আরও তিন জন পুলিশের গুলিতে নিহত হয়। গোলাগুলির মধ্যে পড়ে এক বেসামরিক ব্যক্তিও নিহত হয়েছেন। গোলাগুলির সময় আহত এক নারী ও একটি শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ। আহত নারী ও শিশু জাহরানের স্ত্রী ও কন্যা বলে পুলিশকে জানিয়েছে তার বোন হাশিম মাথানিয়া। এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তিন ব্যক্তিকে ‘অবিশ্বাসীদের’ বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণার ডাক দিতে দেখা যায়। সেখানে এক ব্যক্তির কোলে একটি শিশুকেও দেখা যায়, শিশুর কান্নাও শোনা যায়।
×