ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

প্রকাশিত: ১০:২১, ২৯ এপ্রিল ২০১৯

 প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৬ এপ্রিল ‘দৈনিক জনকণ্ঠের’ শেষের পাতায় ‘নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারেনি ওয়াসা’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ঢাকা ওয়াসা। ওয়াসা তাদের প্রতিবাদ লিপিতে জানিয়েছে, ‘তেঁতুলঝোরা-ভাকুর্তা ওয়েলফিল্ড নির্মাণ প্রকল্পটির মূল কাজ শেষ হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা শহরে পানি সরবরাহ করা হচ্ছে। ওয়াসার এই প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ার পেছনে প্রকল্পের ব্যয় বাড়ানোর যে কথা বলা হয়েছে তা সঠিক না। প্রকল্পের ডিপিপি অনুযায়ী অনুমোদিত ৫৭৩ কোটি টাকার মধ্যেই প্রকল্পের কাজ শেষ করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে দ্বিতীয় ফেসের কাজ অল্প দিনের মধ্যে শেষ হবে- এ তথ্যও সঠিক না। দ্বিতীয় ফেস প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্প সংলগ্ন এলাকাবাসীর পানি প্রাপ্তিতে স্বল্পতা বিষয়ক অভিযোগের বিষয়টি প্রকল্পের কারণে কিনা তা খতিয়ে দেখতে হবে। ইতোমধ্যে প্রকল্প সংশ্লিষ্ট এলাকায় একটি পরামর্শক টিম বিষয়টি নিয়ে কাজ করছেন। প্রতিবেদনটি সঠিক তথ্য নির্ভর ও নির্ভুল হয়নি। ঢাকা ওয়াসা প্রতিবেদটির প্রতিবাদ জানাচ্ছে।
×