ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

আগামী মাসে নুসরাত হত্যা মামলার চার্জশীট আদালতে দাখিল

প্রকাশিত: ১০:২০, ২৯ এপ্রিল ২০১৯

 আগামী মাসে নুসরাত হত্যা মামলার চার্জশীট আদালতে দাখিল

নিয়াজ আহমেদ লাবু ॥ ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের মামলার চার্জশীট শীঘ্রই দিচ্ছে পিবিআই। এদিকে ফেনী কারাগার থেকে সেই মাদ্রাসার বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজ নুসরাতকে হত্যার নির্দেশ দেয়াসহ নানা ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে কারা অধিদফতর। অন্যদিকে সারাদেশে মাদ্রাসায় যৌন হয়রানি প্রতিরোধ কমিটি গঠনের কাজ শুরু হয়েছে। পরিচালনা কমিটিতে অযোগ্যদের ছাঁটাইয়ের উদ্যোগ নেয়া হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) উপমহাপরিদর্শক (ডিআইজি) বনজ কুমার মজুমদার বলেন, ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত ১৬ জনকে সুনির্দিষ্টভাবে শনাক্ত করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসের মধ্যেই মামলার চার্জশীট আদালতে দাখিল করা হবে। রবিবার রাজধানীর ধানম-ির পিবিআইয়ের সদর দফতরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। ডিআইজি বনজ কুমার মজুমদার বলেন, ফেনীর সোনাগাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসার বরখাস্তকৃত অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আমরা পুনরায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছি। শনিবার থেকে তাকে জিজ্ঞাসাবাদ চলছে। তার দেয়া তথ্যকে আমরা গুরুত্ব দেব। এছাড়া নুসরাত হত্যাকাণ্ডের মামলায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়েছে। এজন্য অনেক তথ্য নিয়ে মামলাটি রেকর্ড করতে আমাদের সময় লাগছে। তিনি বলেন, এ ঘটনায় সুনির্দিষ্টভাবে ১৬ জনকে শনাক্ত করা হয়েছে। যদি এর মধ্যে আর কোন ঘটনা না ঘটে তাহলে আগামী মে মাসের মধ্যে আমরা আদালতে চার্জশীট জমা দেব। এর আগে শনিবার আলোচিত নুসরাত হত্যা মামলার চার্জশীট খুব অল্প সময়ের মধ্যে দাখিল করার কথা জানিয়েছেন ফেনীর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান। তবে তিনি চার্জশীট দাখিলের সুনির্দিষ্ট দিন-তারিখ জানাননি। সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, চলতি বছরের ২৭ মার্চ ফেনীর সোনাগাজী ইসলামিয়া দাখিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফিকে যৌন নিপীড়নের দায়ে ওই মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলাকে আটক করে পুলিশ। পরে ৬ এপ্রিল ওই মাদ্রাসার কেন্দ্রের সাইক্লোন শেল্টারের ছাদে নিয়ে অধ্যক্ষের সহযোগীরা তার শরীরে আগুন ধরিয়ে দেয়। টানা পাঁচদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে নুসরাত মারা যান। এ ঘটনায় তার বড় ভাই মাহমুদুল হাসান নোমান বাদী হয়ে অধ্যক্ষ সিরাজ উদ দৌলাসহ আটজনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা পিবিআইয়ে হস্তান্তরের পর এখন পর্যন্ত মামলার এজাহারভুক্ত আট আসামিসহ ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে, বরখাস্তকৃত অধ্যক্ষ এসএম সিরাজ উদ দৌলা, কাউন্সিলর ও পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাকসুদ আলম, শিক্ষক আবছার উদ্দিন, সহপাঠী আরিফুল ইসলাম, নূর হোসেন, কেফায়াত উল্লাহ জনি, মোহাম্মদ আলাউদ্দিন, শাহিদুল ইসলাম, অধ্যক্ষের ভাগনি উম্মে সুলতানা পপি, জাবেদ হোসেন, জোবায়ের আহমেদসহ অনেকে। মাদ্রাসা পরিচালনা কমিটিতে অযোগ্যদের ঠাঁই হবে না ॥ আমাদের ফেনীর নিজস্ব সংবাদদাতা জানান, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ কে এম ছায়েফ উল্যা বলেছেন, সারাদেশের মাদ্রাসার পরিচালনা কমিটিতে যে নৈরাজ্য চলছে তা দূর করার এখনই মোক্ষম সময়। মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে সেটি আরও সুস্পষ্ট হলো। ভবিষ্যতে মাদ্রাসা পরিচালনা কমিটিতে কোন অশিক্ষিত অযোগ্য লোকের ঠাঁই হবেনা। আমি বিশ্বাস করি, এ ধরনের নির্মম ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি হবে। কারা কর্তৃপক্ষের গাফিলতিতে ব্যবস্থা : আইজি প্রিজন্স ॥ কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) একেএম মোস্তফা কামাল পাশা ফেনী কারাগার থেকে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ উদ দৌলা নুসরাতকে হত্যার নির্দেশ দেয়াসহ অন্য ঘটনায় কারা কর্তৃপক্ষের কোন গাফিলতি থাকলে ব্যবস্থা নেয়া হবে। অতি সম্প্রতি কারা অধিদফতরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। কারাগারে কর্মরত কেউ দুর্নীতি ও মাদকে জড়ালে তাদের কঠোর শাস্তির হুঁশিয়ারিও দেন আইজি প্রিজন্স।
×