ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদবিরোধী সচেতনতা বাড়াতে গণসংযোগ শুরু ডিএমপির

প্রকাশিত: ১০:১৭, ২৯ এপ্রিল ২০১৯

 জঙ্গীবাদবিরোধী সচেতনতা  বাড়াতে গণসংযোগ শুরু ডিএমপির

স্টাফ রিপোর্টার ॥ জঙ্গীবাদ বিরোধী জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে সপ্তাহব্যাপী গণসংযোগ শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। রবিবার থেকে শুরু হওয়া এ গণসংযোগ চলবে আগামী ৪ মে পর্যন্ত। এর অংশ হিসেবে ডিএমপির ৫০ থানায় সংশ্লিষ্ট বিট অফিসার এলাকাবাসীকে নিয়ে উঠান বৈঠক করবেন। পুলিশ জানায়, কমিউনিটি পুলিশের মাধ্যমে এই উঠান বৈঠকের আয়োজন করা হবে। পাড়া-মহল্লার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে ওই সভার আয়োজন করা হবে। সভায় সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক নির্মূলে পুলিশের পদক্ষেপ এবং জনগণের করণীয় বিষয়ের ওপর আলোচনা করা হবে। ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, সম্প্রতি শ্রীলঙ্কায় সংঘটিত সন্ত্রাসী কার্যক্রম। বাংলাদেশে ইতিপূর্বে সংঘটিত সন্ত্রাসী ঘটনার পেছনে জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন অনুষঙ্গ রয়েছে যার ব্যাপ্তি ও পরিধি ব্যাপক এবং বিস্তৃত। এ রকম একটি সমস্যা শুধু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্বারা নিরসন করা সম্ভব নয়। সর্বসাধারণের ব্যাপক এবং সক্রিয় অংশগ্রহণের মাধ্যমেই একটি রাষ্ট্রের নিরাপত্তা বজায় রাখা সম্ভব। এ লক্ষ্যে ডিএমপিতে ৩০২ বিটকে সক্রিয় রাখা হয়েছে। এরই ধারাবাহিকভাবে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সচেতনতামূলক কার্যক্রম গ্রহণে সপ্তাহব্যাপী চলবে এ গণসংযোগ। উগ্রবাদ প্রতিরোধে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক নেতারা, গণমাধ্যম, এনজিও ও সিভিল সোসাইটির সদস্যসহ কমিউনিটির প্রত্যেকের কার্যকর ভূমিকা পালনের সুযোগ রয়েছে। নগরবাসীর কর্তব্য প্রসঙ্গে ডিএমপি জানায়, পরিবার থেকে সন্তানদের নৈতিকতা, মানবিকতা, সহনশীলতা ও সহাবস্থানের চর্চা শেখান। দেশপ্রেম, বাঙালী সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনায় তরুণদের উদ্বুদ্ধ করা।
×