ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৮ হোটেল, টি স্টলের ৫২০ নোংরা জার ধ্বংস

প্রকাশিত: ১০:১৬, ২৯ এপ্রিল ২০১৯

 ১৮ হোটেল, টি স্টলের ৫২০ নোংরা জার ধ্বংস

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বিভিন্ন এলাকার ১৮ হোটেল, রেস্তরাঁ ও টি স্টলে রবিবার অভিযান পরিচালনা করে ৫২০ নোংরা ও ননফুড গ্রেড জার ধ্বংস করেছে বিএসটিআইয়ের একটি সার্ভিল্যান্স টিম। অভিযুক্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে ৭ প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রবিবার বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ঢাকা এর পরিচালক (সিএম) প্রকৌশলী এসএম ইসহাক আলী এ তথ্য জানিয়েছন। ঢাকার যাত্রাবাড়ী, মালিবাগ, খিলগাঁও, মধ্যবাড্ডা ও এর আশপাশের এলাকায় অভিযান পরিচালিত হয়। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ অমান্য করে বিএসটিআইয়ের বাধ্যতামূলক সিএম লাইসেন্সের আওতাভুক্ত পণ্য বিস্কুট, কেক, পাউরুটি ও দই বিক্রি, বিতরণ করায় যাত্রাবাড়ীর ১৪নং দয়াগঞ্জ হাট লেনের মেসার্স নিউ লাবনী ব্রেড এ্যান্ড বিস্কুট ফ্যাক্টরি, মালিবাগের চৌধুরীপাড়ার পুষ্টি ডেইরি ফার্ম সুইটস এ্যান্ড বেকারি, আদি টাঙ্গাইল চমচম ঘর ও মেসার্স রাজভোগ এ্যান্ড কোং, খিলগাঁও তালতলা এলাকার সাভার পোড়াবাড়ী সুইটমিট এ্যান্ড বেকারি এবং মধ্যবাড্ডা এলাকার বিসমিল্লাহ সুইটস এর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। ঢাকা জেলার সাভার উপজেলায় ও শরীয়তপুর জেলার পালং উপজেলায় বিএসটিআইয়ের সার্ভিল্যান্স টিমের মাধ্যমে ওজন ও পরিমাপ মানদ- আইন, ২০১৮ লঙ্ঘন করায় এ মামলা দায়ের করা হয়। অভিযুক্ত ৭ প্রতিষ্ঠানের মধ্যে সাভার উপজেলার ব্যাংক টাউন এলাকার মেসার্স মা জেনারেল স্টোর, মেসার্স মি. সুইটস প্রতিষ্ঠান দুইটি মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন পণ্য বিক্রয় করায় ও ডিজিটাল স্কেলের ভেরিফিকেশন সনদ না থাকায় এবং একই এলাকার মেসার্স হক বেকারি এন্ড কনফেকশনারীর উৎপাদিত হক স্পেশাল বিস্কুট পণ্যের লেবেলে ওজন, মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকায় প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
×