ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

দেশে গড় আয়ু বেড়েছে ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ১০:১৬, ২৯ এপ্রিল ২০১৯

 দেশে গড় আয়ু  বেড়েছে ॥  স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, মানিকগঞ্জ, ২৮ এপ্রিল ॥ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেছেন, কমিউনিটি ক্লিনিক গ্রামীণ স্বাস্থ্যসেবার উন্নয়ন ঘটিয়েছে। এই ক্লিনিকগুলোতে এখন ৩০ রকমের ওষুধ বিনামূলে দেয়া হচ্ছে। স্বাস্থ্যসেবা উন্নয়নের কারণে শিশু মৃত্যুর হার কমেছে, প্রসূতি মৃত্যুর হার কমেছে। মানুষের গড় আয়ু বেড়েছে। আগামীতে দেশে আরও কমিউনিটি ক্লিনিক নির্মাণ করা হবে। কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রবিবার মানিকগঞ্জ জেলা হাসপাতাল মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব বলেন। মন্ত্রী বলেন, গ্রামীণ পর্যায়ের স্বাস্থ্যসেবার উন্নয়নে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৮ সালে প্রথম কমিউনিটি ক্লিনিক চালু করেন। দেশে এখন ১ হাজার ৪শ’ কমিউনিটি ক্লিনিক রয়েছে। ২০২২ সালের মধ্যে আরও ৪ হাজার কমিউনিটি ক্লিনিক নির্মাণের কাজ চলছে। ২০০১ সালে বিএনপি-জামায়াত সরকার ক্ষমতায় আসার পর রাজনৈতিকভাবে কমিউনিটি ক্লিনিকগুলো বন্ধ করে দেয়। এতে স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ভেঙ্গে পড়ে। পরবর্তীতে ২০০৮ সালের দ্বিতীয় দফায় আবারও শেখ হাসিনার সরকার কমিউনিটি ক্লিনিক স্থাপন করে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় নিয়ে গেছে। তিনি বলেন, নতুন করে যেসব কমিউনিটি ক্লিনিক স্থাপন করা হচ্ছে সেগুলো আরও আধুনিকভাবে করা হচ্ছে। সেগুলোতে দুটি রুমের স্থলে চারটি করে রুম করা হবে। মানিকগঞ্জ সিভিল সার্জন অফিস এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ আয়োজনে কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে সিভিল সার্জন ডাঃ মোঃ আনোয়ারুল আমিন আখন্দের সভাপতিত্বে অন্যদের মধ্যে কর্নেল মালেক মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আকতারুজ্জামান, জেলা প্রশাসক এস এম ফেরদৌস ও মানিকগঞ্জ জেলা ২৫০ শয্যা হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ আবদুল আওয়াল প্রমুখ।
×