ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

প্রকল্প পরিচালকদের ঘন ঘন মাঠ পরিদর্শনে যেতে হবে ॥ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

প্রকাশিত: ১০:১১, ২৯ এপ্রিল ২০১৯

 প্রকল্প পরিচালকদের  ঘন ঘন মাঠ পরিদর্শনে  যেতে হবে ॥ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি ॥ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেছেন, প্রকল্প পরিচালকদের ঘন ঘন প্রকল্প এলাকা পরিদর্শন করতে হবে। তিনি আরও বলেন, অন্তত ৪ বছর চাকরি আছে এমন কর্মকর্তাদের প্রকল্প পরিচালক (পিডি) করতে হবে। যাতে তারা সফলভাবে প্রকল্পের সমাপ্তি টানতে পারেন। প্রকল্পের মেয়াদ শেষের আগেই অভিজ্ঞ পিডিদের অবসরে যাওয়া এবং অসময়ে অনভিজ্ঞ নতুন পিডি-নিয়োগে চলমান কাজে বিঘ্ন ঘটে। রবিবার সচিবালয়ে প্রাণিসম্পদ উপ-খাতের বার্ষিক উন্নয়ন কর্মসূচীর (এডিপি) ৯ মাসের কাজের পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। প্রতিমন্ত্রী মন্ত্রণালয়ের উন্নয়ন প্রকল্পগুলোর শতভাগ কাজ আদায়ে পরিচালকদের ঢাকার কার্যালয়ে বসে না থেকে ঘন ঘন কার্যক্রম পরিদর্শনের নির্দেশনা দেন। যথাসময়ে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দিয়ে পিছিয়ে পড়া প্রকল্পের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করেন প্রতিমন্ত্রী। প্রকল্প পরিচালকদের উদ্দেশে তিনি বলেন, যেনতেন রকম রিপোর্ট নয় বরং এডিপি-সভায় কাজের অগ্রগতির বাস্তবসম্মত ফলাফল নিয়ে আসতে হবে। অনেক প্রকল্পের কাজ নির্ধারিত মেয়াদে শেষ হবে না জেনে সভায় ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে জানানো হয়, চলতি ২০১৮-১৯ অর্থবছরে প্রাণিসম্পদ উপ-খাতের ২৪ প্রকল্পে বরাদ্দ দেয়া ৩৬৩ কোটি ২ লাখ টাকার মধ্যে গত বছরের জুলাই থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত ৯ মাসে মোট ব্যয় হয়েছে ১৮৪ কোটি ৮৫ লাখ টাকা।
×