ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঢাকা লিগ্যাল এইড কমিটির জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

প্রকাশিত: ১০:১০, ২৯ এপ্রিল ২০১৯

 ঢাকা লিগ্যাল এইড কমিটির জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন

সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি ॥ নানা আয়োজনে ২৮ এপ্রিল রবিবার ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি উদযাপন করল জাতীয় আইনগত সহায়তা দিবস। গতকাল সকালে বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোঃ হেলাল চৌধুরী। র‌্যালিতে বিচারকবৃন্দ, আইনজীবী, জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিচারপ্রার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ অংশ নেন। এর আগে ‘বঙ্গবন্ধুর সোনার বাংলায় শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনী সেবাদান’ স্লোগানে ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটি নির্মিত গানের ভিডিও উদ্বোধন করা হয়। বিকেলে মহানগর দায়রা জজ আদালতের জগন্নাথ-সোহেল স্মৃতি মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোঃ হেলাল চৌধুরী বলেন, ‘অর্থের অভাবে যেন কোন মানুষ ন্যায়বিচারের আশ্রয় নিতে বাধাগ্রস্ত না হয় সেজন্যই বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সরকার সরকারীভাবে বিনামূল্যে লিগ্যাল এইডের মতো পরিষেবা চালু করেছেন, যা আজ সফলতার চূড়ান্ত পর্যায়ের আস্তে আস্তে ধাবিত হচ্ছে’।
×