ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষায় অবদান রাখায় ২৪ কারখানাকে পুরস্কার

প্রকাশিত: ১০:০৯, ২৯ এপ্রিল ২০১৯

 পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষায় অবদান রাখায় ২৪ কারখানাকে পুরস্কার

স্টাফ রিপোর্টার ॥ পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সেক্টরের ২৪ কারখানাকে ‘পেশাগত স্বাস্থ্য ও সেফটি উত্তম চর্চা পুরস্কার’ প্রদান করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের সার্বিক সহযোগিতায় রবিবার সন্ধ্যায় ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০১৯’-উপলক্ষে রাজধানীর কেআইবি মিলনায়তনে আলোচনা সভা শেষে এই পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী। ২৪ কারখানার মধ্যে ৫টি বিকেএমইএ সদস্যভুক্ত, ৭টি বিজিএমইএর, ৩টি ফার্মাসিউটিক্যালসের, ৩টি চামড়াজাত পণ্য প্রস্তুতকারী, ৩টি চা শিল্প এবং ৩টি জুট শিল্প কারখানার অন্তর্ভুক্ত। গত বছর ১০টি প্রতিষ্ঠানকে এই স্বীকৃতি দেয়া হয়েছিল। ‘নিরাপদ কর্মপরিবেশ, টেকসই উন্নয়নের পথে বাংলাদেশ’ প্রতিপাদ্যে কর্মক্ষেত্রে স্বাস্থ্য ও সুরক্ষা সম্পর্কে দেশব্যাপী সচেতনতার সংস্কৃতি গড়ে তুলতে রবিবার পালন করা হয় চতুর্থবারের মতো ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০১৯’। বাণিজ্যমন্ত্রী বলেন, আমি মালিক-শ্রমিককে আলাদাভাবে না দেখে একটি সাইকেলের দুটি চাকার মতো দেখি। যার একটি বিকল হলে অন্যটি চলে না। শ্রমিকদের স্বাস্থ্য ভাল থাকলে কারখানার উৎপাদনও ভাল হবে। শ্রমিক-মালিকের সম্পর্ক যত ভাল হবে তাতে নিজেদেরই লাভ হবে বলেও মনে করেন বাণিজ্যমন্ত্রী।
×