ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

‘ঋণের সহজলভ্যতা পর্যটনকে আরও বিকশিত করবে’

প্রকাশিত: ১০:০৯, ২৯ এপ্রিল ২০১৯

 ‘ঋণের সহজলভ্যতা পর্যটনকে আরও বিকশিত করবে’

স্টাফ রিপোর্টার ॥ পর্যটন বিকাশে তরুণ উদ্যোক্তাদের ব্যাংক সহজ শর্তে ঋণ দিলে তারা উপকৃত হবে। কারণ বাংলাদেশে কর্মক্ষম জনবহুল দেশ। তরুণ জনগোষ্ঠীর সংখ্যা এখানে বেশি। এটাকে বাংলাদেশের স্বর্ণযুগ বলা চলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ আয়োজিত ‘বাংলাদেশের পর্যটন বিকাশে ব্যাংকিং সেক্টরের অবদান’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এ্যাডভোকেট মাহবুব আলী। তিনি বলেন-ইউএনডিপি’র এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানব উন্নয়নের প্রতিবেদনে বাংলাদেশকে তরুণ জনগোষ্ঠীর দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে। কারণ জনসংখ্যার ৬৫ শতাংশ অর্থাৎ ১০ কোটি ৫৬ লাখ লোক এখন কর্মক্ষম। আরও আনন্দের বিষয় এই যে, আমাদের ২ কোটি ৮ লাখ কর্মক্ষম তরুণ রয়েছে যাদের বয়স ১৫ থেকে ২৯ বছর। জনসংখ্যাতাত্ত্বিক এ পরিস্থিতি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অনেক বড় সুযোগ।
×