ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টঙ্গীতে তুরাগ দখল উচ্ছেদে বাধা সংঘর্ষ গুলি

প্রকাশিত: ১০:০৮, ২৯ এপ্রিল ২০১৯

 টঙ্গীতে তুরাগ দখল উচ্ছেদে বাধা  সংঘর্ষ গুলি

নিজস্ব সংবাদদাতা, টঙ্গী, ২৮ এপ্রিল ॥ টঙ্গীর তুরাগ নদের তীরে রবিবার উচ্ছেদ অভিযানে বাধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে একটি কারখানার শ্রমিক কর্মচারীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। টঙ্গীর পাগাড় এলাকায় অনন্ত গ্রুপের প্যারাডাইস কারখানার অবৈধ স্থাপনা উচ্ছেদে গেলে বাধার মুখে পড়ে উচ্ছেদকারী দল। বিআইডব্লিউটিএ অনন্ত গ্রুপের প্যারাডাইস ডাইংয়ের ৭ তলা ও ৬ তলা ২টি ভবন উচ্ছেদ করতে গেলে কারখানার শ্রমিক ও কর্মকর্তারা বাধা দেয়। একপর্যায় শ্রমিকরা অভিযান পরিচালনাকারীদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকলে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে উচ্ছেদ অভিযানে বাধা দেয়ার অপরাধে ৪ জনকে আটক করে পুলিশ। ৪ ঘণ্টা পর ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা দিয়ে ছেড়ে দেয় বিআইডব্লিউটিএ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট।
×