ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হাত না থেকেও

প্রকাশিত: ১০:০৮, ২৯ এপ্রিল ২০১৯

 হাত না থেকেও

হাত ছাড়াই জন্ম হয়েছিল স্যারা নামের একটি মেয়ের। কিন্তু শুনলে অবাক হবেন যে, এই বাচ্চা মেয়েটিই হাতের লেখা প্রতিযোগিতায় জাতীয় পুরস্কার জয় করেছে। তার বয়স ১০ বছর, বসবাস করে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে। জাতীয় হস্ত-লিখন প্রতিযোগিতায় বিচারকদের রায়ে সেই প্রথম হয়েছে। শারীরিক ও মানসিক প্রতিবন্ধী শিশুদের উৎসাহিত করতে প্রতি বছর এই পুরস্কার দেয়া হয়। স্যারা প্রমাণ করেছে আর দশজন সাধারণ মানুষের মতোই যে কোন কাজ সে করে ফেলতে পারে। শুধু সেটাই নয়, সে দেখিয়ে দিয়েছে কখনও কখনও তাদের চেয়েও ভালভাবেই সেটা করতে পারে। হাত না থাকার কারণে হাতের লেখার নিজস্ব একটি পদ্ধতি বের করে নিয়েছে স্যারা। দুই বাহু যেখানে শেষ হয়েছে তার মাথায়, দুটো বাহুর মাঝখানে পেন্সিল ধরে সে লেখালেখি করে। সে এখন তৃতীয় শ্রেণীর ছাত্রী। সে বলেছে, তার শিক্ষক যখন তাকে প্রথম বাঁকা করে হাতের লেখা লিখতে শেখাল তখন তার মনে হয়েছিল এই কাজটা সে খুব সহজাতভাবেই করে ফেলতে পারছে। পুরস্কার হিসেবে তাকে দেয়া হয়েছে ৫০০ ডলার। -বিবিসি
×